এন্ড্রয়েড ও আইওএস ডিভাইসের জন্য এলো বাংলাদেশীদের তৈরি গেম ‘ওয়াচ আউট এগি’

Image_02এডিটর’স নোটঃ এই পোস্টটিতে ‘ওয়াচ আউট এগি’ গেম ডেভলপার কোম্পানির পাঠানো অফসিয়াল প্রেস টেক্সট ব্যবহৃত হয়েছে।

বাংলাদেশে এই রকম মানুষ খুঁজে পাওয়াটা কঠিন হবে যে ছোটবেলায় গেমস এর দোকানে দাড়িয়ে দাড়িয়ে ঘন্টার পর ঘন্টা গেমস খেলেনি! অনেকে তো বড় হয়ে যাওয়ার পরও মাঝে মাঝে দোকানে ঢুঁ মারেন! কম্পিউটার আসার পরে তো সবার ঘরে খরে গেমস এর সিডি- ডিভিডি! বাঙ্গালীরা আসলেই গেমস খেলতে পছন্দ করে।

কিছু দিন আগেও সবার হাতে ছিল নকিয়া, মটোরলা, স্যামসাং আর এরকম কিছু ফোন। তখন ফোনে গেমস খেলা বলতে স্নেইক ছাড়া তেমন কিছু ছিলনা। আইফোন আর অ্যান্ড্রয়েড আসার পর ছেলে- বুড়ো সবাই এখন আবার গেমার! অ্যাংরি বার্ডস, কাট দা রোপ, টেম্পল রান, ফ্রুট নিঞ্জা… এই নাম গুলো সবার কাছেই পরিচিত। প্রত্যেকের ফোনেই পাওয়া যায় গেম গুলো।

কখনো কি মনে হয়েছে আপনার, এরকম গেম বাংলাদেশেও তৈরি হতে পারে? ভ্রু কুচকাচ্ছেন? ভাবছেন গাঁজাখুরি? না! সত্যি বলছি! আন্তর্জাতিক মানের মোবাইল গেমস তৈরি করছে এখন বাংলাদেশের তরুণরা!

মাত্রই বের হল বাংলাদেশি গেমিং কোম্পানি বায বাংলা এর তৈরি গেম Watch out Eggy! গেমটি এখন আইফোন ও অ্যান্ড্রয়েড স্টোরে (অ্যাপল অ্যাপ স্টোর ও গুগল প্লে) পাওয়া যাচ্ছে। গেমটি আইফোন, আই প্যাড এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে খেলা যাবে! Watch out Eggy গেমটিতে গেমাররা অ্যাডভেঞ্চার আর পাজল (ধাঁধা) দুটোরই স্বাদ পাবেন । এটিতে ১০০ এরও বেশি লেভেল রয়েছে। ‘Watch out Eggy’ নামটাই বলে দিচ্ছে যে গেম টি ‘ডিম’ কে নিয়ে। নায়ক একটি সাধারণ ডিম, যার নাম ‘এগি’; এই সাধারণ এগির এক অসাধারণ মহাকাব্যিক অ্যাডভেঞ্চার দেখানো হবে এই গেমটিতে। এখানে পৃথিবী থেকে অনেক দূরের এগ প্ল্যানেট এর কথা বলা হচ্ছে। যেখানে এগি তার প্ল্যানেট এর অন্যান্য এগ দের চরম সাহসিকতার সাথে ভয়াল এলিয়েন দের কাছ থেকে রক্ষা করে। এখানে গেমারকে সেই দুঃসাহসী এগির ভূমিকায় খেলতে হবে।

দারুন এই গেমটি আপনার আইফোন অথবা অ্যান্ড্রয়েড ডিভাইস এ খেলতে চাইলে এখনি নামিয়ে নিতে পারেন। গেম টির পেইড/ফ্রি ভার্সন ডাউনলোড করুন নিচের ঠিকানায়।

iTunes Download Link (Full version): https://itunes.apple.com/us/app/watch-out-eggy/id721094048?ls=1&mt=8

iTunes Download Link (Free version): https://itunes.apple.com/us/app/watch-out-eggy-free/id765543420?ls=1&mt=8

iTunes Download Link (Tutorial): https://itunes.apple.com/us/app/watch-out-eggy-tutorial/id765581200?mt=8

Google Play Download Link (Full version): https://play.google.com/store/apps/details?id=com.buzzbangla.watchouteggy

Google Play Download Link (Free version): https://play.google.com/store/apps/details?id=com.buzzbangla.watchouteggyfree

Game Play Video Link (Youtube): http://www.youtube.com/watch?v=69bSm4_F080

Developer Website: http://www.buzzbangla.com

Watch out Eggy গেম টি একটি অ্যাডিক্টিং গেম। আর এই গেম খেলার সময় সহজ সহজ লেভেল না পারার কারণে অনেক সময় উত্তেজনায় ডিভাইস ছুড়ে মারতে ইচ্ছে হতে পারে। তাই আগে থেকেই সাবধানতা পালন করা ভাল। চাইলে প্রিয় ডিভাইস টি বীমা করে নিতে পারেন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *