উইন্ডোজ ফোনে আসছে ভয়েস রিকগনাইজেশন ফিচার “করটানা”

আসছে বিল্ড২০১৪-এ মাইক্রোসফট তাদের মোবাইল ফোন ওএস উইন্ডোউজ ফোনের আপডেটেড ভার্সন রিলিজ করবে। তাদের এই নতুন ভার্সনটি উইন্ডোউজ ফোনে অনেক কিছু পরিবর্তন আনবে। যা উইন্ডোজ ফোন ব্যাবহারকারীদেরকে একটি নোটিফিকেশন সেন্টার ব্যবহার করার সুযোগ করে দিবে। কিছু দিন আগে গুজব বলেছিল যে, করটানা হবে উইন্ডোজ ফোনের নোটিফিকেশন সেন্টার। তবে এখন অন্যরা বলছে এই ফোনটি উইন্ডোজ ফোনে একটি স্পিচ রিকগনাইজেশন ফিচার আনবে। এটি অনেকটা অ্যাপলের সিরির মতো হবে, যেটি আপনার সহকারী হিসেবে কাজ করতে পারবে।

এর ভয়েস রেকোর্ড করবেন Jen Taylor (জেন টেইলার) এটি প্রথমত আমেরিকায় ব্যবহারকারীদের কাছে পাঠানো হবে। এরপর ২০১৫ সালের দিকে এটি পুরো বিশ্বে ছাড়া হবে, যেটি ব্যবহারকারীরা আপডেটের মাধ্যমে ব্যবহার করতে পারবেন।

Via: TECHIE REVIVE

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,549 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *