এবছর মোট এন্ড্রয়েড ডিভাইস বিক্রি ১ বিলিয়ন ছাড়িয়ে যাবে!

চলতি বছর, অর্থাৎ ২০১৪ সাল জুড়ে সারা বিশ্বে মোট এন্ড্রয়েড ডিভাইস বিক্রির পরিমাণ ১ বিলিয়ন অতিক্রম করবে বলে পুর্বাভাস দিয়েছে বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান গার্টনার। সংস্থাটি বলছে, এতে প্রায় ১.১ বিলিয়ন গেজেটের সম্মিলন থাকবে যার মধ্যে রয়েছে ট্যাবলেট, স্মার্টফোন, স্মার্টওয়াচ প্রভৃতি। ২০১৩ সালের তুলনায় এ বছর ২৬% বেশি এন্ড্রয়েড ডিভাইস বিক্রি হবে বলেও ধারণা করছে গার্টনার।

তবে প্রতিবেদনটির লেখক উল্লেখ করেছেন যে, এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত ইলেকট্রনিক পণ্যের এই বিশাল সেলসের সবটুকু থেকেই সফটওয়্যারটির নির্মাতা গুগল মুনাফা আয় করতে পারবেনা।

এন্ড্রয়েড ওএস ওপেন সোর্স ও ফ্রি হওয়াতে ওইএম কোম্পানিগুলো এর ব্যাপক কাস্টমাইজেশন করতে পারে। কোনো কোনো ক্ষেত্রে একটি নির্দিষ্ট পরিমাণ পরিবর্তন এনে অপারেটিং সিস্টেমটিতে গুগলের অফিসিয়াল অ্যাপ স্টোরের সমর্থন রাখা হয়না। উদাহরণস্বরূপ, অ্যামাজন কিন্ডল ফায়ার ট্যাবলেটে এন্ড্রয়েডের ফর্কড ভার্সন ব্যবহৃত হচ্ছে এবং এতে গুগল প্লে অ্যাপ স্টোর উপলভ্য নয়। বরং কিন্ডল ডিভাইসের জন্য অ্যামাজনের নিজস্ব সফটওয়্যার সেন্টারেই এর জন্য অ্যাপ্লিকেশন পাওয়া যায়।

এছাড়া চীনা কিছু কিছু কোম্পানিও একই কাজ করছে। তবে এতকিছুর পরেও স্মার্ট ডিভাইস অপারেটিং সিস্টেম হিসেবে গুগল এন্ড্রয়েডেরই রাজত্ব বহাল আছে।

এদিকে গার্টনারের ঐ রিপোর্ট আরও বলছে, মাইক্রোসফটের উইন্ডোজ ওএস চালিত নতুন ডিভাইসের বিক্রিও এবছর ১০% বেড়ে ৩৬০ মিলিয়নে উন্নীত হবে।

২০১৪ সালে গত বছরের তুলনায় ৫৩% বেশি ট্যাবলেট বিক্রি হবে। হাই-এন্ড স্মার্টফোনের বিক্রি খুব বেশি বাড়বেনা এবং পিসি বিক্রির হার মোটামুটি অপরিবর্তিত থাকবে বলেই ধারণা করছে গার্টনার।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,549 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *