হিডেন ক্যামেরা পাওয়া গেল অ্যামেরিকান এয়ারলাইনসের ফ্লাইট বাথরুমে!

যুক্তরাষ্ট্রের একটি বেসরকারী বিমান সংস্থা ‘অ্যামেরিকান এয়ারলাইনস’ এর এক ফ্লাইট-বাথরুমে গোপন ক্যামেরার সন্ধান পাওয়া গেছে। সম্প্রতি সানফ্রানসিসকো থেকে নিউ ইয়র্ক অভিমুখী একটি প্লেনে এই ঘটনা ঘটেছে। এনবিসি নিউজের রিপোর্ট।

বিমানটির বাথরুমের দেয়ালে ফ্ল্যাশ-ড্রাইভের মত দেখতে একটি যন্ত্র লাগানো দেখেই লোকজনের সন্দেহের উদ্রেক হয়। পরে অনুসন্ধান করে জানা যায় সেটি আসলে একটি ক্যামেরা ছিল!

এর পর পরই ২১৫জন যাত্রী  ৯ জন ক্রু বহনকারী ঐ বিমানটি কানসাস সিটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে জরুরী অবতরণে বাধ্য হয়।

প্রথমে অবতরণের কারণ হিসেবে প্লেনের বায়ু চলাচল-জনিত সমস্যার দিকে ইঙ্গিত করা হলেও পরে ফ্ল্যাশ ড্রাইভের মত দেখতে ঐ যন্ত্রটিকে ‘বোমা’ হিসেবে সন্দেহ করে বিমানটি এমার্জেন্সি ল্যান্ডিংয়ের জন্য অগ্রসর হয়। সবশেষে তদন্ত করে দেখা যায়, এটি একটি ক্যামেরা। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই ঐ সন্দেহজনক ডিভাইসটির মালিককে খুঁজছে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,544 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *