টেকনো ফোনে মূল্যছাড় – নতুন বছরের অফার!

নতুন বছরের উদযাপন আরো জমজমাট করতে টেকনো নিয়ে এলো নিউ ইয়ার মেগা সেল অফার। টেকনো ব্র্যান্ডের চারটি ফোন পাওয়া যাবে আকর্ষণীয় মূল্যছাড়ে। চলুন জেনে নেওয়া যাক ফোন চারটির ফিচার ও কত কম দামে এগুলো পাওয়া যাবে সে সম্পর্কে।

টেকনো ক্যামন ১৯ নিও

টেকনো ক্যামন ১৯ নিও

পূর্বে টেকনো ক্যামন ১৯ নিও এর দাম ছিলো ১৮৯৯০টাকা, যা বর্তমানে কমে হয়েছে ১৭৯৯০টাকা। এই ফোনটি ২০হাজার টাকার মধ্যে বেশ অসাধরণ সব সুবিধা অফার করছে। দেখতে বেশ সুন্দর ডিজাইনের এই ফোনে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর রয়েছে যা ভালই শক্তিশালী।

এছাড়া টেকনো ক্যামন ১৯ নিও ফোনটিতে পেয়ে যাবেন ৬জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজ। ৪৮মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরার পাশাপাশি ফোনটিতে রয়েছে ৩২মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ৫০০০মিলিএম্প এর ব্যাটারি রয়েছে ক্যামন ১৯ নিও তে।

টেকনো ক্যামন ১৯ নিও এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৮ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৮৫
  • র‍্যামঃ ৬জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ৪৮মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৩২মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প

টেকনো স্পার্ক ৯টি

টেকনো স্পার্ক ৯টি

টেকনো স্পার্ক ৯টি এর দাম ১৪৯৯০টাকা ছিল যা বর্তমানে কমে হয়েছে ১৩৯৯০টাকা। হেলিও জি৩৫ চালিত এই ফোনটিতে ৪জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজ রয়েছে। ১৩মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরার পাশাপাশি এখানে ৩২মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। ৫০০০মিলিএম্প ব্যাটারি পেয়ে যাবেন টেকনো স্পার্ক ৯টি ফোনটিতে।

টেকনো স্পার্ক ৯টি এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৬ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৩৫
  • র‍্যামঃ ৪জিবি 
  • স্টোরেজঃ ১২৮জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৩২মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প

টেকনো স্পার্ক ৮সি

টেকনো স্পার্ক ৮সি

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

টেকনো স্পার্ক ৮সি এর মূল দাম ১৪৯৯০টাকা, যা কমে হয়েছে ১৩৪৯০টাকা। ১৫হাজার টাকার মধ্যে এই ফোনটি অফার করছে ইউনিসক টি৬০৬ প্রসেসর, ৪জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজ, ১৩মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ৮মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ৫০০০মিলিএম্প ব্যাটারি। অর্থাৎ ১৫হাজার টাকা বাজেটে একটি অলরাউন্ডার ফোন হতে পারে টেকনো স্পার্ক ৮সি।

টেকনো স্পার্ক ৮সি এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৬ইঞ্চি
  • প্রসেসরঃ ইউনিসক টি৬০৬
  • র‍্যামঃ ৪জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প

টেকনো পপ ৬ প্রো

টেকনো পপ ৬ প্রো - কম দামে সবচেয়ে স্টাইলিশ ফোন!

টেকনো পপ ৬ প্রো  হলো টেকনোর এন্ট্রি লেভেলের বাজেট ফোন। ২জিবি র‍্যাম ও ৩২জিবি স্টোরেজের এই ফোনে রয়েছে হেলিও এ২২ প্রসেসর। ৮মেগাপিক্সেল ব্যাক ক্যামেরার পাশাপাশি এই ফোনে ৫মেগাপিক্সেল সেলফি ক্যামেরাও রয়েছে। ৫০০০মিলিএম্প ব্যাটারিও উপস্থিত এই ফোনে।

টেকনো পপ ৬ প্রো এর সাধারণ দাম ১০৪৯০টাকা, যা বর্তমানে কমে হয়েছে ৯৪৯০টাকা।

টেকনো পপ ৬ প্রো এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫৬ইঞ্চি
  • প্রসেসরঃ হেলিও এ২২
  • র‍্যামঃ ২জিবি
  • স্টোরেজঃ ৩২জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প

ডিসকাউন্টেড দাম ও স্পেসিফিকেশন বিচারে উল্লেখিত চারটি ফোনই বেশ অসাধারণ। আপনার বাজেট যদি উল্লেখিত ফোনের দামের আশেপাশে হয়ে থাকে তবে ফোনগুলো কিনতে পারেন এই ডিসকাউন্টেড প্রাইসে। 

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *