ফেসবুক লাইক হাইড করার নিয়ম

ফেসবুক বর্তমানে বৈশ্বিক এক গুরুত্বপূর্ণ সোশ্যাল প্ল্যাটফর্ম। প্রতিনিয়তই ব্যবহারকারীদের কথা চিন্তা করে ফেসবুকে নিয়ে আসা হয় নতুন নতুন অনেক ফিচার। এসব ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিরাপত্তা, প্রাইভেসি ও আরও সুন্দরভাবে বন্ধুদের সঙ্গে যোগাযোগ করার সুবিধা পান। আবার অনেক ফিচারই ফেসবুক অনেকটা গোপনেই নিয়ে আসে, ফলে তা আমাদের চোখের আড়ালে থেকে যায়।

ফেসবুকে লাইক বা পোস্টে রিয়্যাকশনের সংখ্যা নিয়ে অনেকেই দুশ্চিন্তায় ভোগেন। আপনি আপনার পোস্ট বা কন্টেন্টের মাধ্যমে কত মানুষের কাছে পৌঁছাতে পারছেন এই ব্যাপারটি অনেকের কাছেই মুখ্য ব্যাপার হয়ে ওঠে। ফলে অনলাইনে অসুস্থ প্রতিযোগিতা গড়ে ওঠে। মানসিক স্বাস্থ্যের জন্যও এই ব্যাপারটি ভালো নয় বলে মত অনেক বিশেষজ্ঞের।

দীর্ঘ সময় ধরে ব্যবহারকারীদের মানসিক স্বাস্থ্য উন্নতির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে আসছে ফেসবুক। প্রথমে “Take a Break” ফিচার নিয়ে আসা হলো, যার মাধ্যমে নির্দিষ্ট ব্যবহারকারীর সাথে ইন্টার‍্যাকশন বন্ধ করা যায়। বর্তমানে লাইক হাইড করার ফিচারটি বিশ্বব্যাপী যুক্ত হয়েছে ফেসবুকে।

লাইক হাইড করার ফিচার ব্যবহার করে পোস্ট এর লাইক হাইড করার পাশাপাশি নিউজিফিডে প্রদর্শিত পোস্টের লাইক সংখ্যাও হাইড করা যাবে। বিশেষজ্ঞদের মতে ব্যবহারকারীদের জন্য এই পরিবর্তন বেশ ভাল ফলাফল নিয়ে আসবে।

চলুন জেনে নেওয়া যাক ফেসবুক লাইক হাইড করার নিয়ম সম্পর্কে বিস্তারিত। এই পোস্টে ফেসবুক লাইক হাইড করার একাধিক উপায় জানতে পারবেন। অ্যান্ড্রয়েড ও আইওএস এর ফেসবুক অ্যাপ থেকে ফেসবুকের লাইক হাইড করার পাশাপাশি ব্রাউজার এক্সটেনশন ব্যবহার করে ফেসবুক লাইক হাইড করার নিয়ম সম্পর্কে আলোচনা করা হয়েছে এই পোস্টে। [Bonus: Best Investment Apps For Beginners]

ফেসবুক অ্যাপ ব্যবহার করে লাইক হাইড করার নিয়ম

আইফোন বা অ্যান্ড্রয়েড ফোনে ফেসবুক অ্যাপ ব্যবহার করে সহজেই ফেসবুক এর লাইক হাইড করা যাবে। তবে লাইক হাইড করার টিউটোরিয়াল অনুসরণ করার আগে নিশ্চিত করুন আপনার ডিভাইসের ফেসবুক অ্যাপ লেটেস্ট ভার্সনে আপডেটেড রয়েছে কিনা। ফেসবুক অ্যাপ থেকে ফেসবুক লাইক হাইড করতেঃ

  • ফেসবুক অ্যাপে প্রবেশ করুন ও ডানদিকের টপ কর্নারে থাকা হ্যামবার্গার আইকনে ট্যাপ করুন। আইফোনের ক্ষেত্রে স্ক্রিনের নিচে ডানদিকের কর্নারে হ্যামবার্গার আইকন দেখতে পাবেন
  • এরপর নিচের দিকে স্ক্রল করে প্রথমে “Settings & Privacy” ও এরপর “Settings” অপশনে ট্যাপ করুন
  • এরপর “Preferences” সেকশনের নিচে থাকা “Reaction Preferences” এ ট্যাপ করুন
App Reaction Preference
  • “Hide number of reactions” এর সেকশনে থাকা “On your posts” এর পাশে থাকা টোগল অন করে দিলে আপনার প্রোফাইলে শেয়ার করা পোস্টসমূহের রিয়েকশন সংখ্যা কেউ দেখতে পাবেনা
  • আবার “On posts from others” এর পাশে থাকা টোগল অন করে দিলে কোনো পোস্টের লাইক বা রিয়েকশন সংখ্যা দেখতে পাবেন না
App Hide Reaction

উল্লেখিত নিয়মে খুব সহজে ফেসবুক এর লাইক সংখ্যা (সাথে অন্যান্য রিয়াক্ট সংখ্যাও) হাইড করা যাবে। উল্লেখ্য যে রিলস ও ফেসবুক মার্কেটপ্লেস পোস্টসমূহের লাইক সংখ্যা হাইড করা যায়না।

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

কম্পিউটারে ব্রাউজার থেকে ফেসবুক লাইক হাইড করার নিয়ম

কম্পিউটারে যেকোনো ব্রাউজার থেকে ফেসবুক এর লাইক বা রিয়েকশন হাইড করা যাবে। কম্পিউটারে ব্রাউজার ব্যবহার করে ফেসবুক লাইক হাইড করতেঃ

  • এরপর ডানদিকের টপ কর্নারে থাকা অ্যারো আইকনে ক্লিক করুন
  • প্রথমে “Settings & privacy” ও এরপর “Settings“ সিলেক্ট করুন
  • এরপর ডানপাশের পেনে অনেকগুলো অপশন দেখতে পাবেন, “Privacy” অপশনে ক্লিক করুন
PC Privacy
  • ডানপাশে পেনে আবারও নতুন কিছু অপশনের দেখা পাবেন। এখান থেকে ‘Reaction Preferences’ এর উপর ক্লিক করুন।
  • এরপর বামে “Hide number of reactions” এর সেকশনে থাকা “On your posts” ও “On posts from others” এর পাশে থাকা টোগল অন করে দিলে ফেসবুকের সকল পোস্টের লাইক হাইড হয়ে যাবে
PC Reaction Preference

এক্সটেনশন ব্যবহার করে ফেসবুক লাইক হাইড করার নিয়ম

যদি আপনার ফেসবুক একাউন্টের সেটিংসে উল্লেখিত নিয়মে ফেসবুক লাইক হাইড করার অপশন খুঁজে না পান, তবে কম্পিউটারে ব্রাউজার এক্সটেনশন ব্যবহার করে ফেসবুকের লাইক হাইড করতে পারবেন।

গুগল ক্রোম বা মাইক্রোসফট এজ ব্যবহারকারীগণ Hide Likes এক্সটেনশন ব্যবহার করে ফেসবুক এর লাইক হাইড করতে পারবেন। আপনি যদি মজিলা ফায়ারফক্স ব্যবহারকারী হোন, সেক্ষেত্রে Hide Likes by DK এক্সটেনশনটি ব্যবহার করে ফেসবুক এর লাইক হাইড করতে পারবেন। উল্লেখ্য যে উল্লেখিত এক্সটেনশনসমূহ ব্যবহার করে ফেসবুক এর পাশাপাশি ইউটিউব, টুইটার, ইত্যাদির লাইক সংখ্যাও হাইড করা যায়। 

উক্ত এক্সটেনশন এর নামে ক্লিক করে এক্সটেনশন ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড এর পর কোনো ধরণের সেটিংস ঠিক করতে হবেনা কোনো এক্সটেনশনের। ইন্সটলের পর ফেসবুকে প্রবেশ করলে দেখতে পাবেন যে ফেসবুক এর সকল পোস্টে লাইক সংখ্যা হাইড হয়ে গিয়েছে।  তবে এই উপায়ে লাইক হাইড করলে অন্যরা ঠিকই আপনার পোস্টে লাইক সংখ্যা দেখতে পাবে।

👉 ফেসবুক কাজ করছেনা? সম্ভাব্য কারণ ও সমাধানগুলো জেনে নিন!

ফেসবুক পেজ লাইক হাইড করার নিয়ম

ইউজার পোস্ট এর পাশাপাশি বিভিন্ন ক্যাটাগরির পেজে লাইক দেওয়া লাইক ও হাইড করা যাবে। অর্থাৎ আপনি কোন পেজে লাইক দিয়েছেন, তা আপনার প্রোফাইলে প্রদর্শিত হবেনা। রেস্টুরেন্ট, মুভিস, মিউজিক, স্পোর্টস টিম, ইত্যাদি পেজ ক্যাটাগরির প্রাইভেসি “Only Me” সিলেক্ট করার মাধ্যমে সকল ফেসবুক ব্যবহারকারীর কাছ থেকে লাইক করা পেইজের তালিকা হাইড করা যাবে।

ফেসবুক লাইক হাইড করার নিয়ম

যেকোনো নির্দিষ্ট ক্যাটাগরির জন্য আলাদা করে হাইড করার বা না করার অপশন রয়েছে। অর্থাৎ আপনি চাইলে লাইক করা মিউজিক ব্যান্ডের পেজ হাইড করেও লাইক করা প্রিয় খেলার দলের লাইক প্রদর্শন করতে পারবেন প্রোফাইলে। ফেসবুক পেজ ক্যাটাগরির প্রাইভেসি ম্যানেজ করতে ও পেজ লাইক হাইড করতেঃ

  • কম্পিউটার থেকে যেকোনো ব্রাউজারে ফেসবুকে প্রবেশ করুন ও ডানদিকে টপে থাকা প্রোফাইল পিকচারে ক্লিক করুন 
  • এরপর প্রোফাইল এর নামের নিচে থাকা “More” অপশনে ক্লিক করুন ও “Likes” সিলেক্ট করুন
  • এরপর Likes টাইটেল এর সমান্তরালে থাকা থ্রি-ডট মেন্যুতে ক্লি করুন ও “Edit the Privacy of Your Likes” অপশনে ক্লিক করুন
  • এরপর সকল ফেসবুক পেজ ক্যাটাগরি দেখতে পাবেন
  • পেজ ক্যাটাগরির পাশে থাকা প্রাইভেসি অপশন সিলেক্ট করে “Only Me” সিলেক্ট করার মাধ্যমে উক্ত ক্যাটাগরির পেজে লাইক দিলে তা হাইড করা যাবে প্রোফাইল থেকে
  • এছাড়াও “Friends” সিলেক্ট করলে ফেসবুক ফ্রেন্ডলিস্টের ব্যাক্তিগণ লাইক করা পেজ দেখতে পাবেন। আবার “Public” সিলেক্ট করলে যেকেউ ফেসবুকে লাইক দেওয়া পেজসমূহ দেখতে পাবেন

আপনি কি ফেসবুক লাইক হাইড করে রাখেন? আমাদের জানান কমেন্ট সেকশনে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *