নগদ একাউন্টের পিন ভুলে গেলে করণীয়

নগদ একাউন্টের পিন ভুলে গিয়েছেন? চিন্তার কোনো কারণ নেই। খুব সহজে নিজে নিজে ঘরে বসে নগদ একাউন্ট পিন রিসেট করতে পারবেন। *১৬৭# ডায়াল করে কিংবা নগদ অ্যাপ ব্যবহার করে বেশ সহজে রিসেট করা যাবে নগদ একাউন্ট এর পিন।

চলুন জেনে নেওয়া যাক নগদ একাউন্টের পিন ভুলে গেলে নগদ একাউন্টের পিন রিসেট করার নিয়ম সম্পর্কে বিস্তারিত।

*167# ডায়াল করে নগদ পিন রিসেট

নগদ ইউএসএসডি কোড *১৬৭# ডায়াল করে নগদ একাউন্টের পিন রিসেট করা যাবে। নগদ একাউন্টের পিন ভুলে গেলে এই মেন্যু ব্যবহার করে নগদ পিন রিসেট করতেঃ

  • *167# ডায়াল করুন
  • নগদ পিন রিসেট করতে “8” লিখে রিপ্লাই করুন
  • এরপর পিন ভুলে গেছেন তা নিশ্চিত করতে “1” লিখে রিপ্লাই করুন
  • এরপর যে এনআইডি কার্ড ব্যবহার করে নগদ একাউন্ট খুলেছেন, সে এনআইডি কার্ড এর এনআইডি নাম্বার লিখে রিপ্লাই করুন
  • এরপর নগদ একাউন্ট খোলার সময় যে জন্ম তারিখ প্রদান করেছিলেন, সেটি লিখে রিপ্লাই করুন
  • গত ৯০দিনে উক্ত নগদ একাউন্টে ট্রানজেকশন করে থাকলে  YES ও না করে থাকলে NO সিলেক্ট করুন
  • ট্রানজেকশন করে থাকলে শেষ ১০টি ট্রানজেকশন এর মধ্যে যেকোনো একটির টাইপ অর্থাৎ ধরন সিলেক্ট করুন
  • উক্ত ট্রানজেকশনের এমাউন্ট অর্থাৎ পরিমাণ লিখে রিপ্লাই করুন
  • প্রদত্ত সকল তথ্য এসএমএস এর মাধ্যমে একটি টেম্পরারি পিন কোড পাবেন যা ব্যবহার করে *167# এ প্রবেশ করে নগদ পিন রিসেট করতে পারবেন

নগদ একাউন্টের পিন পরিবর্তন করতে বা পিন রিসেট করতে নগদ ইউএসএসডি মেন্যুর পিন রিসেট অপশনটি ব্যবহার করতে হয়।

নগদ একাউন্টের পিন ভুলে গেলে প্রথমে উপরে উল্লেখিত নিয়মে টেম্পরারি পিন কোড সংগ্রহ করুন। এরপর নগদ পিন রিসেট করতেঃ

  • *167# নাম্বারে ডায়াল করে নগদ মেন্যুতে প্রবেশ করুন
  • পিন রিসেট মেন্যুতে প্রবেশ করতে “8” লিখে রিপ্লাই করুন
  • এরপর পিন রিসেট করতে “2” লিখে রিপ্লাই করুন
  • এসএমএস এর মাধ্যমে পাওয়া টেম্পরারি পিন কোডটি প্রদান করুন
  • এরপর আপনার নতুন নগদ পিন প্রদান করুন
  • পিন রিসেট নিশ্চিত করতে উক্ত নতুন পিন পুনরায় প্রদান করুন

উল্লেখিত নিয়ম সঠিকভাবে অনুসরণ করলে আপনার নগদ একাউন্টের পিন ভুলে গেলে খুব সহজে পিন রিসেট করতে পারবেন।

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

নগদ অ্যাপ থেকে পিন রিসেট

নগদ অ্যাপ থেকে বেশ সহজে নগদ এর পিন রিসেট করা যাবে। অ্যাপ ব্যবহার করে নগদ পিন ভুলে গেলে রিসেট করতে নগদ হেল্পলাইন নাম্বারে কল করে পরিচয় ভেরিফাই করতে হয়। নগদ অ্যাপ থেকে নগদ পিন রিসেট করতেঃ

  • নগদ অ্যাপে প্রবেশ করুন
  • “পিন নাম্বার ভুলে গিয়েছেন?” অপশনে ট্যাপ করুন
  • নগদ হেল্পলাইন 16167 অথবা 09609616167 নাম্বারে কল করে আপনার পরিচয় নিশ্চিত করুন
  • এসএমএস এর মাধ্যমে ৬ডিজিটের একটি ওটিপি কোড পাবেন, সেটি নগদ অ্যাপে প্রদান করে “যাচাই করুন” এ ট্যাপ করুন
  • চার ডিজিটের নতুন পিন প্রদান করুন
  • নগদ পিন রিসেট প্রক্রিয়া সম্পন্ন করতে Submit এ ট্যাপ করুন

উল্লেখিত নিয়ম সঠিকভাবে অনুসরণ করে নগদ একাউন্টের পিন ভুলে গেলে খুব সহজে অ্যাপ ব্যবহার করে নগদ একাউন্টের পিন রিসেট করতে পারবেন।

👉 নগদ একাউন্টের ৯টি সুবিধা যা আপনার জানা দরকার

নগদ পিন রিসেট এর শর্তাবলী

নগদ একাউন্টের পিন ভুলে গেলে করণীয়
  • নগদ পিন ভুলে গেলে সেক্ষেত্রে নিজ থেকে অ্যাপ বা ইউএসএসডি কোড ব্যবহার করে পিন রিসেট করা যাবে
  • পিন রিসেট করতে একাউন্ট তৈরির সময় প্রদত্ত তথ্য সঠিকভাবে প্রদান করতে হবে
  • নিজ থেকে পিন রিসেট এর ক্ষেত্রে সর্বোচ্চ ৫ বার পিন রিসেট এর চেষ্টা করা যাবে
  • পরপর ৫বার চেষ্টা করেও সফলভাবে পিন রিসেট করতে ব্যর্থ হলে সেক্ষেত্রে ৪ঘন্টার জন্য পিন রিসেট করার চেষ্টা করা যাবেনা
  • পিন রিসেট এর অপশন লক থাকা অবস্থায় শুধুমাত্র কাস্টমার কেয়ার এজেন্টগণ নগদ পিন রিসেট করতে পারবেন
  • শেষ ৯০দিনের ট্রানজেকশন হিস্টোরি ভেরিফিকেশনের জন্য ব্যবহৃত হয়

আপনি কি কখনো নগদ একাউন্টের পিন ভুলে গিয়েছিলেন? কিভাবে রিসেট করলেন? কমেন্টে শেয়ার করতে পারেন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *