সিমের পিন কোড চালু এবং পরিবর্তন করার নিয়ম (ও এর সুবিধা)

সিম কার্ডসমূহে পিন কোড একটি পরিচিত বিষয়। সিম কার্ডে পিন সেটাপ করে সিমে থাকা ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা যায়। এই পোস্টে সিম পিন ব্যবহারের ও পরিবর্তনের নিয়ম এর পাশাপাশি সিম পিন এর গুরুত্ব সম্পর্কেও জানবেন।

সিম পিন ব্যবহার কেনো গুরুত্বপূর্ণ?

প্রতিটি সিম কার্ডে পিন কোড রয়েছে, কিন্তু পিন কোড ব্যবহার করা বাধ্যতামূলক নয়- যা চাইলে চালু/বন্ধ করা যায়। তবে ফোনে পিন কোড ব্যবহার করা আসলে প্রয়োজনীয় একটি বিষয়। সিম কার্ডে পিন কোড সেট করা থাকলে ফোন হারিয়ে গেলে এতে সিম কার্ডে থাকা ব্যক্তিগত তথ্যসমূহ নিরাপদ থাকে। এতে অপরিচিত কেউ আপনার ফোন হাতে পেলেও কনটাক্ট লিস্ট বা ভয়েস মেইল শুনতে পারবেনা, এমনকি ঐ সিম থেকে কোনো কল দিতে/রিসিভ করতেও পারবেনা।

সিম কার্ড পিন কোড মূলত আনঅথোরাইজড অ্যাকসেস থেকে ডাটা রক্ষা করে। প্রতিটি সিম কার্ডে পিন কোড থাকে, যা সিম একটিভ করতে ব্যবহার করা লাগে। অপারেটর ও সিম ভেদে একেক সিমের কোড একেক রকম হতে পারে। 

সিম কার্ডে শুধুমাত্র আপনার অ্যাড্রেস বুক থাকে, এমন কিন্তু না। এসএমএম, টেক্সট মেসেজ, বিলিং ইনফরমেশন ও নেটওয়ার্ক ইউসেজ এর মতো অনেক ব্যক্তিগত গুরুত্বপূর্ণ ব্যাপার নির্ভর করে সিমের ওপর।

ফোনে পিন, পাসকোড বা বায়োমেট্রিক লক সেট করলেই ফোনের ডাটাকে নিরাপদ বলা যায়না। একই সাথে সিম কার্ড পিন কোড চালু করে তবেই ব্যক্তিগত তথ্যের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত সম্ভব। তাই সিম কার্ডে পিন কোড ব্যবহার করা সকল ফোন ব্যবহারকারীর ক্ষেত্রে প্রয়োজনীয়।

সিম কার্ড হারিয়ে গেলে যাতে ব্যক্তিগত তথ্য অন্য কারো হাতে না যায়, সে ব্যাপারটি নিশ্চিত করতে পিন কোড সেট করা একান্ত জরুরি। অ্যান্ড্রয়েড ও আইওএস চালিত ডিভাইসে বেশ সহজে সিম কার্ডের পিন কোড সেটাপ করা যাবে।

সিম পিন ভুলে গেলে বা জানা না থাকলে

সিম পিন বা পাক কোড জানা না থাকলে বা ভুলে গেলে কখনো নিজ থেকে কোড প্রদানের চেষ্টা করা উচিৎ নয়। কয়েকবার ভুল পিন কোড প্রদান করলে সিম লক হয়ে যাবে। যদি আপনার ডিভাইসের পিন কোড জানা না থাকে বা হারিয়ে ফেলেন, তবেঃ

  • সিম এর সাথে থাকা প্লাস্টিকের কার্ডের গায়ে অধিকাংশ সময় পিন কোড লেখা থাকে। সিমের পিন কোড খুঁজে না পেলে সিম এর প্যাকেটে দেখতে পারেন
  • সিম অপারেটর এর হেল্প সেন্টারে কল করেও কোনো কোনো ক্ষেত্রে পিন রিসেট করতে পারেন
  • সিম এর পিন কোড ভুলে গেলে বা না জানলে পাক কোড ব্যবহার করে রিসেট করুন
  • পিন কোড ও পাক কোড উভয়ই হারিয়ে ফেললে নতুন সিম কার্ড রিপ্লেস করা ছাডা কোনো উপায় নেই।

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

অ্যান্ড্রয়েড ফোনে সিম পিন ফিচার চালু করার নিয়ম

সিম কার্ডের পিন কোড চালু না থাকলে সিম কার্ডের পিন কোড চালু করতে সিমের ডিফল্ট পিন জানতে হবে। বেশিরভাগ সিমের ডিফল্ট পিন কোড থাকে 1111 বা 1234। তবে এসব পিন কোড ব্যবহার না করে সরাসরি সিম কার্ডের গায়ে বা প্যাকেট থেকে পিন কোড সংগ্রহ করা শ্রেয়। এরপর সিমের পিন কোড আপনার নিজের মত করে পরিবর্তন করে নেয়া উচিত। কারণ ডিফল্ট পিন যদি ১২৩৪ অথবা ১১১১ এরকম সহজ কোনো কিছু থাকে তাহলে সেটা মোটেই নিরাপদ নয়।

চলুন জেনে নেওয়া যাক একাধিক ব্র‍্যান্ডের অ্যান্ড্রয়েড ফোনে কিভাবে সিম এর পিন কোড সেটাপ ও চেঞ্জ করবেন। এই পোস্টে স্যামসাং, শাওমি, অপো, ওয়ানপ্লাস, রিয়েলমি ও অ্যাপল ব্র‍্যান্ডের ফোনসমূহে সিম কার্ডের পিন কোড চালু ও পরিবর্তন করার নিয়ম জানবেন।

👉 সিমের PIN কোড এবং PUK কোড কি ও কেন দরকার (বিস্তারিত)

স্যামসাং ফোনে পিন সেটাপ ও চেঞ্জ করার নিয়ম

স্যামসাং ফোনে সিম পিন সেটাপ করা বেশ সহজ। স্যামসাং ফোনে সিম পিন সেট করতেঃ

  • ফোনের সেটিংসে প্রবেশ করুন
  • Lock screen and security মেন্যুতে প্রবেশ করুন
  • Other security settings এ ট্যাপ করুন
  • Set up SIM card lock এ ট্যাপ করুন
  • Lock SIM card এ ট্যাপ করুন
  • ডিফক্ট পিন প্রদান করুন, যা সাধারণত 1234 হয়ে থাকে

সিম কার্ড পিন একটিভ করার পর Change SIM card PIN এ ট্যাপ করে পিন নাম্বার পরিবর্তন করা যাবে।

👉 স্যামসাং মোবাইল ফোনের দাম জানুন

ওয়ানপ্লাস ফোনে পিন সেটাপ ও পরিবর্তন করার নিয়ম

sim card

ওয়ানপ্লাস ফোনে সিম পিন সেটাপ করতেঃ

  • ফোনের সেটিংসে প্রবেশ করুন
  • Security & lock screen এ ট্যাপ করুন
  • SIM card lock এ ট্যাপ করুন
  • Lock SIM card এ ট্যাপ করুন, Change SIM PIN সিলেক্ট করুন
  • বর্তমান সিম পিন প্রদান করুন
  • এরপর নতুন পিন প্রদান করে সেভ করুন

👉 ওয়ানপ্লাস ফোনের দাম জানুন

শাওমি ফোন পিন সেট করার নিয়ম

শাওমি, পোকো ও রেডমি ফোনসমূহের সিম পিন সেটাপ করার নিয়ম একই। এসব ফোনে সিম পিন সেটাপ করতেঃ

  • সেটিংসে প্রবেশ করুন
  • Passwords and security তে ট্যাপ করুন
  • Privacy সিলেক্ট করুন
  • এরপর সিম কার্ড সিলেক্ট করুন
  • Lock SIM card এ ট্যাপ করুন
  • সিন পিন প্রদান করে পিন কোড চালু করে দিন
  • একই জায়গা থেকে সিম পিন পরিবর্তন করতে পারবেন

👉 শাওমি রেডমি ফোনের দাম জেনে নিন

অপো ফোনে পিন সেট ও চেঞ্জ করার নিয়ম

অপো ফোনে সিম পিন সেটাপ করতেঃ

  • সেটিংসে প্রবেশ করুন
  • Additional Settings এ ট্যাপ করুন
  • Devices & Privacy সিলেক্ট করুন
  • Set Up SIM Card Lock এ ট্যাপ করুন
  • Change SIM PIN সিলেক্ট করুন
  • বর্তমান পিন প্রদান করে OK তে ট্যাপ করুন
  • এরপর নতুন সিম পিন প্রদান করে OK তে ট্যাপ করুন

👉 অপো মোবাইলের দাম জানুন

রিয়েলমি ফোনে পিন সেটাপ ও পরিবর্তন করার নিয়ম

রিয়েলমি ফোনে পিন সেটাপ করতেঃ

  • ফোনের সেটিংসে প্রবেশ করুন
  • Security তে ট্যাপ করুন
  • SIM card lock এ ট্যাপ করুন
  • বর্তমান পিন প্রদান করে পিন প্রদান করুন
  • একই মেন্যু থেকে সিম পিন চেঞ্জ করা যাবে

👉 রিয়েলমি মোবাইলের দাম জানুন

অ্যাপল ডিভাইসে পিন সেট করার নিয়ম

অ্যাপল ডিভাইসসমূহের মধ্যে আইফোন ও আইপ্যাডে সিম কার্ডের পিন সেটাপ করে সিম লক করা যাবে। চলুন জেনে নেওয়া যাক আইপ্যাড ও আইফোনে সিম কার্ডের পিন সেটাপ করার নিয়ম।

আইফোনে সিম পিন সেট করার নিয়ম

আইফোনে ব্যবহৃত সিম এর পিন সেট করতেঃ

  • আইফোনের সেটিংসে প্রবেশ করুন
  • Cellular মেন্যুতে প্রবেশ করুন
  • SIM PIN সিলেক্ট করুন
  • সিম কার্ডের ডিফল্ট পিন চাওয়া হলে তা প্রদান করুন
  • একই মেনুতে ‘চেঞ্জ পিন’ নামের একটি অপশন পাবেন যেখান থেকে পিন পরিবর্তন করা যাবে

👉 নতুন আইফোন কেনার পর করণীয়

আইপ্যাডে সিম পিন সেট করার নিয়ম

আইপ্যাডে সিম পিন সেট করতেঃ

  • আইপ্যাড এর সেটিংসে প্রবেশ করুন
  • Mobile Data সেকশনে প্রবেশ করুন
  • SIM PIN এ ট্যাপ করুন
  • সিম এর ডিফল্ট পিন চাওয়া হলে তা প্রদান করুন
  • একই মেনুতে ‘চেঞ্জ পিন’ নামের একটি অপশন পাবেন যেখান থেকে পিন পরিবর্তন করা যাবে

👉 ই-সিম কি? eSIM ব্যবহারের সুবিধা কি?

আপনি কি সিম কার্ড পিন কোড ব্যবহার করেন? আমাদের জানান কমেন্ট সেকশনে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *