আইফোন ফ্যাক্টরি রিসেট করার নিয়ম

আপনার আইফোনে যদি বার বার হ্যাং হওয়া বা স্লো হওয়ার মত সমস্যা দেখা দেয়, তবে ফ্যাক্টরি সেটিংসে ফোন রিসেট করা এসব সমস্যার সমাধান হতে পারে।

এছাড়াও আইফোন বিক্রির আগে বা অন্য ব্যবহারকারীর হাতে তুলে দেওয়ার আগে ব্যক্তিগত তথ্যসমূহ মুছে ফেলার জন্য আইফোন রিসেট করা প্রয়োজনীয়।

আইফোন রিসেট করলে সেক্ষেত্রে ফোন বেসিক অবস্থায় একদম নতুন ফোনের মত হয়ে যায়। অর্থাৎ কোনো কনটাক্টস, গান, ছবি, পাসওয়ার্ড, ইত্যাদি থাকে না। ফোন কেনার পর যেমন অবস্থায় থাকে, ফোন রিসেট করলে একদম সে অবস্থায় ফিরে যায়।

আইফোন রিসেট এর প্রক্রিয়া শুরুর আগে ডাটা ব্যাকাপ নিয়ে রাখা উচিত। আইফোন রিসেট এর পর ব্যাকাপ নিয়ে রাখা ডাটা রিস্টোর করা যাবে। চলুন জেনে নেওয়া যাক কিভাবে আইফোন রিসেট করতে হয়।

কিভাবে আইফোন রিসেট করতে হয়

আইফোন ফ্যাক্টরি রিসেট করার আগে ব্যাকাপ নিয়ে রাখা ও অ্যাপল আইডি থেকে সাইন আউট করা জরুরি। এই পোস্টে আইফোন রিসেট করার নিয়ম এর পাশাপাশি আইফোন ব্যাকাপ নেওয়া ও অ্যাপল আইডি থেকে সাইন আউট করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানবেন।

আইফোন ব্যাকাপ নেওয়া 

আইফোন রিসেট করার আগে আইক্লাউডে ব্যাকাপ নেওয়া উচিত, যাতে প্রয়োজনীয় কোনো ডাটা হারিয়ে না যায়। আইফোনে ব্যাকাপ নিতেঃ

  • সেটিংস অ্যাপে প্রবেশ করুন
  • একদম উপরে থাকা আপনার অ্যাপল আইডি ও নাম লেখা থাকা ব্যানারের উপর ট্যাপ করুন
  • অ্যাপল আইডি পেজে “iCloud” এ ট্যাপ করুন
  • নিচের দিকে স্ক্রল করুন ও “iCloud Backup” সিলেক্ট করুন
  • এরপর “Back Up Now” তে ট্যাপ করলে সকল তথ্যের আইক্লাউডে ব্যাকাপ তৈরি হয়ে যাবে

👉 আইফোন আইক্লাউড লক খোলার উপায়

অ্যাপল আইডি থেকে সাইন আউট করা

আপনি যদি ফোন বদল করেন কিংবা অন্য কাউকে ফোন দিয়ে দেন, সেক্ষেত্রে আগে অ্যাপল আইডি থেকে সাইন আউট করা একান্ত গুরত্বপূর্ণ। এতে অন্য কেউ আপনার অ্যাপল আইডি অ্যাকসেস করতে পারবে না। অ্যাপল আইডি থেকে সাইন আউট করতেঃ

  • আইফোনের সেটিংসে প্রবেশ করুন
  • একদম উপরে আপনার অ্যাপল আইডি ও নাম লেখা থাকা ব্যানারের উপর ট্যাপ করুন
  • একদম নিচে থাকা “Sign Out” অপশনে ট্যাপ করুন
  • অ্যাপল আইডি এর পাসওয়ার্ড চাওয়া হলে তা প্রদান করে সাইন আউট এর প্রক্রিয়া সম্পন্ন করুন

👉 আইফোনের গোপন কোডগুলো জেনে নিন

আইফোন ফ্যাক্টরি রিসেট করা

ব্যাকাপ নেওয়া ও অ্যাপল আইডি থেকে সাইন আউট করা হয়ে গেলে এবার আইফোন রিসেট করতে পারেন। আইফোন রিসেট করতেঃ

  • আইফোনের সেটিংসে প্রবেশ করুন
  • General মেন্যুতে ট্যাপ করুন
  • Reset সিলেক্ট করুন
আইফোন ফ্যাক্টরি রিসেট করা
  • Erase All Content and Settings সিলেক্ট করুন
আইফোন পুরোপুরি ফ্যাক্টরি রিসেট করা
  • এরপর আইফোনের পাসকোড প্রদান করে রিসেট এর ব্যাপারটি নিশ্চিত করুন
  • “Erase” এ ট্যাপ করে আইফোন রিসেট এর প্রক্রিয়া সম্পন্ন করুন

ফোনে কি পরিমাণে তথ্য আছে তার উপর ভিত্তি করে রিসেট এর প্রক্রিয়া কিছুক্ষণ সময় নিবে। আইফোন রিসেট এর প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হলে নতুন রুপে আইফোন চালু হবে।

👉 হারানো আইফোন খুঁজে পাওয়ার উপায়

আইফোন রিসেট সেটিংস

আইফোনের সেটিংস থেকে General > Transfer or Reset iPhone > Reset মেন্যুতে প্রবেশ করলে একাধিক রিসেট সেটিংস দেখতে পাবেন। চলুন জেনে নেওয়া যাক, প্রতিটি রিসেট সেটিং এর কাজ কি ও এসব রিসেট সেটিং সিলেক্ট করলে কি হবেঃ

  • Erase All Content and Settings: এই অপশন সিলেক্ট করলে আইফোনে থাকা সকল ডাটা ও সেটিংস মুছে যাবে।
  • Reset All Settings: ফোনে থাকা সকল সেটিংস, অর্থাৎ নেটওয়ার্ক সেটিংস, কিবোর্ড ডিকশনারি, হোমস্ক্রিন লে-আউট, লোকেশন সেটিংস, প্রাইভেসি সেটিংস ইত্যাদি রিসেট হয়ে যাবে; তবে কোনো ডাটা বা মিডিয়া মুছে যাবে না।

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

  • Reset Network Settings: আইফোনে সংরক্ষিত থাকা সকল নেটওয়ার্ক সেটিংস রিসেট হয়ে যাবে। অর্থাৎ মোবাইল ইন্টারনেট সেটিংস, সেভ থাকা ওয়াইফাই নেটওয়ার্ক, ভিপিএন, ইত্যাদি নেটওয়ার্ক সংক্রান্ত সেটিংস রিসেট হয়ে যাবে।
  • Reset Keyboard Dictionary: কিবোর্ড ডিকশনারি তে সেভ থাকা শব্দসমূহ এই আইফোন রিসেট অপশন সিলেক্ট করে মুছে ফেলা যাবে।
  • Reset Home Screen Layout: এই রিসেট অপশন এর মাধ্যমে হোম স্ক্রিনে থাকা বিল্ট-ইন অ্যাপসমূহ অরিজিনাল লে-আউটে ফেরত যায়।
  • Reset Location & Privacy: লোকেশন সার্ভিস ও প্রাইভেসি সেটিংস ডিফল্ট হিসেবে রিসেট হয়ে যায় এই সেটিং সিলেক্ট করলে।

আপনি কি আইফোন ফ্যাক্টরি রিসেট করেছেন? আপনার অভিজ্ঞতা কমেন্টে জানান!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *