সস্তা শাওমি রেডমি গো এন্ড্রয়েড স্মার্টফোন মাত্র ৯০ ডলারে!

শাওমি রেডমি গো

এন্ড্রয়েড গো সম্পর্কে জানেন নিশ্চয়ই? ২০১৭ সালে স্বল্প দামের কম ক্ষমতার ফোনের জন্য এন্ড্রয়েডের এই ভার্সন চালু করার ঘোষণা দিয়েছিল গুগল। আর শাওমি গতকাল রেডমি গো স্মার্টফোন ঘোষণা করেছে যা এন্ড্রয়েড গো (অরিও ৮.১ এডিশন) অপারেটিং সিস্টেমে চলবে।

রেডমি গো ফোনে থাকছে ৫ ইঞ্চি ৭২০পি এইচডি ডিসপ্লে (২৯৪ পিপিআই), কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪২৫ (১.৪ গিগাহার্টজ) প্রসেসর, ৮জিবি স্টোরেজ এবং ১জিবি র‍্যাম।

ছবি তোলার জন্য শাওমি রেডমি গো ফোনে পাচ্ছেন ৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। শক্তি যোগাতে রয়েছে ৩০০০ এমএএইচ ব্যাটারি।

শাওমি রেডমি গো

আরও আছে ডুয়াল সিম, ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট। তবে এতে কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই।

ব্ল্যাক ও ব্লু রঙে ফেব্রুয়ারিতে আসছে শাওমি রেডমি গো সস্তা এন্ড্রয়েড স্মার্টফোন। এর দাম ৯০ ডলারের মত। এন্ড্রয়েড গো অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটির দাম ডলার মূল্যের অনুপাতে বাংলাদেশের বাজারে ৭৬০০ টাকার মত হতে পারে। তবে ট্যাক্স ও অন্যান্য খরচের পর চূড়ান্ত দাম কত হবে তা জানার জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

আপনি কি কিনবেন শাওমি রেডমি গো? কেমন লাগল ফোনটি?

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,551 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *