অনলাইনে বিভিন্ন সাইটে প্রদর্শিত বিজ্ঞাপন এড়ানোর জন্য বহুল ব্যবহৃত ব্রাউজার অ্যাড-অন অ্যাডব্লক এর বেশ কিছু ব্যবহারকারী ইয়াহু মেইল এক্সেস করতে পারছেন না বলে জানিয়েছেন। তারা অ্যাডব্লক প্লাস ফোরামে পোস্ট করে জানিয়েছেন যে, গুগল ক্রোম ও ফায়ারফক্স ব্রাউজারে অ্যাডব্লক চালু থাকা অবস্থায় ইয়াহু মেইলের ইনবক্স ওপেন হচ্ছেনা। এদের মধ্যে একজন লিখেছেন, ইয়াহু মেইলের পক্ষ থেকে তাকে অ্যাড ব্লকার বন্ধ করতে বলা হচ্ছে- অন্যথায় ইয়াহু মেইল সেবাটি ব্যবহার করা যাবেনা।
"please disable ad blocker to continue using yahoo mail"
how about no. do you want me to stop using yahoo mail?? cause this is a good start
— Timmay (@RunLikeDeer) November 19, 2015
তবে কোনো অ্যাড ব্লকার ব্যবহারকারীকে অনলাইন সেবা এক্সেস করা থেকে বিরত রাখার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে থেকেই যুক্তরাষ্ট্রের সংবাদপত্র ওয়াশিংটন পোস্টও ব্যবহারকারীদের অ্যাড দেখতে বাধ্য করা শুরু করেছে। এছাড়া ব্যক্তিগতভাবে আমি একজন জিমেইল ব্যবহারকারীর কথা জেনেছি যার জিমেইল একাউন্ট ব্লক হয়ে গিয়েছে এবং তিনি ধারণা করছেন অ্যাড ব্লকার ব্যবহার করার জন্যই এটা ঘটেছে।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।