ফেসবুকে গোপনীয়তা অর্থাৎ প্রাইভেসি রক্ষার সম্পূর্ণ দায়িত্ব ও ফিচারসমুহ ব্যবহারকারীদের হাতেই তুলে দিয়েছে ফেসবুক কতৃপক্ষ। অর্থাৎ আপনার ফেসবুক প্রাইভেসি নির্ভর করছে আপনার সেট করা সেটিংসের উপরই।
ফেসবুক প্রাইভেসি সেটিংস এর ক্ষেত্রে কিছু সাধারণ টার্ম দেখতে পাবেন। এই কমন ফেসবুক প্রাইভেসি সেটিংসমুহ নিম্নরুপঃ
- Public / Everyone : পাবলিক মানে সকল ফেসবুক ব্যবহারকারী, এমনকি ফেসবুকের বাইরেও উক্ত পোস্ট বা তথ্য দেখতে পাবেন
- Friends : শুধুমাত্র ফেসবুক বন্ধুরা দেখতে পাবে। এটিই সেরা ফেসবুক প্রাইভেসি প্র্যাকটিস বলে গণ্য করা হয়
- Friend Except… : কিছু নির্দিষ্ট ফেসবুক ফ্রেন্ড থেকে পোস্ট বা তথ্য হাইড করা যাবে
- Specific Friends: ফেসবুক ফ্রেন্ডলিস্ট থেকে সিলেক্ট করা কিছু নির্দিষ্ট ফ্রেন্ড দেখবে
- Only Me: আপনি ছাড়া কেউ দেখতে পাবে না
চলুন জেনে নিই ফেসবুক অ্যাকাউন্টের প্রাইভেসি রক্ষার্থে একজন ব্যবহারকারীর করণীয়।
টাইমলাইন পোস্ট প্রাইভেসি নিয়ন্ত্রণ
ফেসবুকে আপনার শেয়ার করা কনটেন্ট হয়ত দুনিয়াকে দেখাতেই পোস্ট করেন। কিন্তু সব পোস্ট পুরো দুনিয়ার সাথে শেয়ারের মত নয় কিন্তু। কিছু পোস্ট থাকে, যা শুধুমাত্র পরিবার আর বন্ধুদের জন্যই করা। তাই আপনার টাইমলাইন করা পোস্ট এর প্রাইভেসি নিয়ন্ত্রণ করা ফেসবুক প্রাইভেসি নিশ্চিতকরণে এর অন্যতম প্রধান কাজ।
ফেসবুকে পোস্ট করার সময় প্রতিটি পোস্টের জন্য আলাদাভাবে প্রাইভেসি সেটিং সিলেক্ট করার অপশন থাকে। তবে প্রত্যেক পোস্টের জন্য নির্দিষ্ট একটি সেটিং এর অপশন রেখেছে ফেসবুক। ভবিষ্যতে আপনার পোস্ট কারা দেখতে পারবে, তা সেট করতেঃ
- ফেসবুক এর মেন্যু থেকে Settings & Privacy সিলেক্ট করুন
- Settings এ ক্লিক করুন
- Privacy সেকশনে প্রবেশ করুন
- Your Privacy এর পাশে থাকা Who can see your future posts? – এর পাশে থাকা Edit লেখায় ক্লিক করুন
- এরপর আপনার ভবিষ্যতে করা পোস্টের জন্য নির্দিষ্ট একটি প্রাইভেসি সেটিং সিলেক্ট করে সেইভ করুন
উল্লেখ্য যে, ডিফল্ট প্রাইভেসি সেটিং করার পরও পোস্ট করার সময় আপনার পোস্ট প্রাইভেসি পরিবর্তন এর সুযোগ থাকবে। যার ফলে যেকোনো পোস্টের প্রাইভেসি চাইলেই পরিবর্তন করা যাবে।
আরো জানুনঃ যেভাবে সাজাবেন আপনার ফেসবুক প্রোফাইল ও নিউজফিড
পুরোনো পোস্টের প্রাইভেসি নিয়ন্ত্রণ (আগে করা পোস্টের প্রাইভেসি একসাথে পরিবর্তন)
আগে করা ফেসবুক পোস্ট এর প্রাইভেসি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফেসবুক প্রাইভেসি কন্ট্রোল এর অন্যতম একটি ধাপ হলো এই পূর্বে করা ফেসবুক পোস্টসমুহের প্রাইভেসি পরিবর্তন করা। যেহেতু আগে করা সকল পোস্টের প্রাইভেসি এক এক করে পরিবর্তন করা অনেক সময়ের ব্যাপার, তাই এর সহজ সমাধান রেখেছে ফেসবুক।
পুরোনো ফেসবুক পোস্ট এর প্রাইভেসি সেটিং করতেঃ
- ফেসবুক এর মেন্যু থেকে Settings & Privacy সিলেক্ট করুন
- Settings এ ক্লিক করুন
- Privacy সেকশনে প্রবেশ করুন
- Your Privacy এর কিছুটা নিচে থাকা Limit the audience for posts you’ve shared with friends of friends or Public? এর পাশে থাকা Limit Past Posts লেখায় ক্লিক করুন
- এরপর এই ফিচার সম্পর্কে সম্মুখ ধারণা দেওয়া হবে, ভালভাবে পড়ে বুঝে তারপর এগোন
- এই ফিচারটি চালু করলে আপনার পুরাতন পোস্টগুলো নির্দিষ্ট ব্যক্তিরা ছাড়া অন্য কেউ দেখতে পারবেনা, তাই সাবধানে এটি সম্পর্কে সিদ্ধান্ত নিবেন
ফেসবুক এর “About” সেকশন এর প্রাইভেসি নিয়ন্ত্রণ
আপনি জানেন কি, ফেসবুক এর About সেকশনে প্রদত্ত প্রত্যেকটি তথ্যের প্রাইভেসি আলাদা করে সেট করা সম্ভব? ফেসবুক About সেকশনে প্রদত্ত তথ্যের প্রাইভেসি নিয়ন্ত্রণ করতে আপনার প্রোফাইলে গিয়ে About সেকশনে প্রবেশ করুন। সেখানে প্রদর্শিত প্রত্যেকটি তথ্যের পাশে থাকা মেনু থেকে এডিট অপশনে গেলে প্রাইভেসি সেটিংস পাওয়া যাবে। এছাড়াও অপ্রয়োজনীয় তথ্য About সেকশন থেকে ডিলেট করে দেওয়াই ফেসবুক প্রাইভেসি রক্ষার ক্ষেত্রে উত্তম।
ফ্রেন্ড রিকুয়েস্ট প্রাইভেসি
ফেসবুকে কারা আপনাকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাতে পারবে, তা নির্বাচন করার অপশন ও রেখেছে ফেসবুক। ফেসবুকে ফ্রেন্ড রিকুয়েস্ট প্রাইভেসি নিয়ন্ত্রণ করতেঃ
- ফেসবুক এর মেন্যু থেকে Settings & Privacy সিলেক্ট করুন
- Settings এ ক্লিক করুন
- Privacy সেকশনে প্রবেশ করুন
- How People Find and Contact You এর পাশে থাকা Who can send you friend requests? লেখার Edit এ ক্লিক করুন
এখান থেকে Everyone সিলেক্ট করলে যেকোনো ফেসবুক ইউজার আপনাকে রিকুয়েস্ট পাঠাতে পারবে। আবার Friends of Friends সিলেক্ট করলে আপনি যাদের সাথে ফ্রেন্ড আছেন, শুধুমাত্র তাদের ফ্রেন্ডরাই আপনাকে রিকুয়েস্ট পাঠাতে পারবে।
ফেসবুক প্রোফাইল লুক-আপ সেটিংস
এই সেটিংটি ফেসবুক গোপনীয়তার অন্যতম প্রধান একটি অংশ। আপনি যে নাম্বার বা ইমেইল দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলছেন, তার মাধ্যমে সার্চ করলে আপনার ফেসবুক আইডি সার্চ রেসাল্টে প্রদর্শিত হবে কিনা তার সেটিং এর কথা বলা হচ্ছে। এছাড়াও আপনার প্রোফাইলের নাম দিয়ে সার্চ করলে গুগলের মত সার্চ ইঞ্জিনগুলোতে প্রদর্শিত হবে কিনা, তার সেটিংস ও এখান থেকেই করতে পারবেন।
ফেসবুক প্রোফাইল লুক-আপ সেটিংস দেখতেঃ
- ফেসবুক এর মেন্যু থেকে Settings & Privacy সিলেক্ট করুন
- Settings এ ক্লিক করুন
- Privacy সেকশনে প্রবেশ করুন
- How People Find and Contact You এর নিচে এরকম তিনটি সেটিংস দেখবেন যার মাধ্যমে ফেসবুক প্রোফাইল লুক-আপ সেটিংস নিয়ন্ত্রণ করতে পারবেন।
Who can look you up using the email address you provided? সেটিংস Edit এর মাধ্যমে আপনার ইমেইল এড্রেস দিয়ে সার্চ করলে প্রোফাইল সার্চ রেজাল্টে শো করবে কিনা তা নির্ধারণ করা যাবে।
Who can look you up using the phone number you provided? সেটিংস Edit এর মাধ্যমে আপনার ফোন নাম্বার দিয়ে সার্চ করলে প্রোফাইল সার্চ রেজাল্টে শো করবে কিনা তা নির্ধারণ করা যাবে।
আবার Do you want search engines outside of Facebook to link to your profile? সেটিংস Edit করে সার্চ ইঞ্জিনে আপনার সাইট ইনডেক্স হবে কিনা, তা ঠিক করা যাবে।
আরো জানুনঃ ফেসবুক একাউন্ট খোলার নিয়ম
টাইমলাইন পোস্ট নিয়ন্ত্রণ
টাইমলাইনে কে পোস্ট করতে পারবে সকল ব্যবহারকারীর এই সেটিংস যাচাই করা উচিত। টাইমলাইনে কে পোস্ট করতে পারবে তার সেটিংস ঠিক করতেঃ
- ফেসবুক মেন্যু থেকে Settings & Privacy সিলেক্ট করুন
- Settings সিলেক্ট করুন
- Profile and Tagging সিলেক্ট করুন
- Viewing and Sharing সেকশনের পাশে থাকা Who can post on your profile? এর Edit এ ক্লিক করুন
- এরপর আপনার টাইমলাইনে কে বা কারা পোস্ট করতে পারবে তা সিলেক্ট করুন
লগ-ইন ডিভাইস চেক
আপনার ফেসবুক একাউন্ট কোন কোন ডিভাইসে লগিন করা আছে, তা জানা ফেসবুক গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে একান্ত জরুরি। আপনার ফেসবুক আইডি যেসব ডিভাইসে লগিন আছে ও যেসব ডিভাইসে আপনার ফেসবুক আইডি লগিন করা হয়েছে, তার তালিকা দেখতেঃ
- ফেসবুক মেন্যু থেকে Settings & Privacy সিলেক্ট করুন
- Settings সিলেক্ট করুন
- Where You’re Logged In এর নিচে আপনার ফেসবুক আইডি লগিন থাকা ডিভাইসগুলো দেখতে পাবেন
- See More এ ক্লিক করলে সম্প্রতি আপনার আইডি তে লগিন করা ডিভাইসসমুহের সম্পূর্ণ তালিকা দেখতে পাবেন
লগ-ইন ডিভাইসের তালিকায় অপরিচিত কোনো ডিভাইস দেখলে অপশন থেকে সেটি লগ আউট করে দিতে পারবেন। তবে এমন অবস্থায় পরামর্শ থাকবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট এর পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলার।
ফেসবুক পাসওয়ার্ড পরিবর্তন
ফেসবুকের পাসওয়ার্ড মাঝেমধ্যেই পরিবর্তন করা উত্তম। এতে আপনার একাউন্ট এর সিকিউরিটি অজান্তে কমপ্রোমাইজ হয়ে গেলেও অনেকাংশে সমস্যার সমাধান হয়ে যায়। ফেসবুক একাউন্ট এর পাসওয়ার্ড পরিবর্তন করতেঃ
- ফেসবুক মেন্যু থেকে Settings & Privacy সিলেক্ট করুন
- Settings সিলেক্ট করুন
- Security and Login এ ক্লিক করুন
- Login এর নিচে থাকা Change password এর পাশের Edit এ ক্লিক করে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন
আরো জানুনঃ ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে করণীয়
টু-ফ্যাক্টর অথেনটিকেশন
ফেসবুক প্রাইভেসি এর মধ্যে টু-ফ্যাক্টর অথেনটিকেশন ফিচারটি বহুল ব্যবহৃত। সিকিউরিটি এক্সপার্টগণ যেকোনো একাউন্টের ক্ষেত্রেই এই ফিচারটি ব্যবহারের পরামর্শ দেন। ফেসবুক টু-ফ্যাক্টর অথেনটিকেশন, টু-স্টেপ ভেরিফিকেশন নামেও পরিচিত। ফেসবুক টু-স্টেপ ভেরিফিকেশন চালু করা নিয়ম ও ব্যবহারের নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
লগিন নোটিফিকেশন
লগিন নোটিফিকেশন কিন্তু ফেসবুক একাউন্টের প্রাইভেসি রক্ষার্থে অসাধারণ একটি ফিচার। আপনার অজান্তে কেউ আপনার ফেসবুক একাউন্টে লগিন করলে আপনাকে ইতিমধ্যে লগিন থাকা ডিভাইসে নোটিফিকেশন পাঠানো হবে। ফেসবুক লগিন নোটিফিকেশন সেট করতেঃ
- ফেসবুক মেন্যু থেকে Settings & Privacy সিলেক্ট করুন
- Settings সিলেক্ট করুন
- Security and Login এ ক্লিক করুন
- Setting Up Extra Security এর নিচে থাকা Get alerts about unrecognized login এর পাশের Edit এ ক্লিক করুন
যখনই আপনার অজান্তে কেউ কম্পিউটার বা অন্য ডিভাইসে আপনার ফেসবুক বা মেসেঞ্জার অ্যাকাউন্টে লগিন করার চেষ্টা করবে তখন নোটিফিকেশন পাওয়ার অপশন বেছে নিন। ফেইসবুকের ইমেইলে নোটিফিকেশনের পাশাপাশি অন্য ইমেল এড্রেসেও এলারট পাওয়ার সুবিধা রয়েছে।
ইউজার ব্লক
ফেসবুকে যদি কারো পোস্ট ও অন্যান্য কার্যকলাপ পছন্দ না হয়, সেক্ষেত্রে তাকে ব্লক করার সিদ্ধান্ত নিতে পারেন। কাউকে ব্লক করলে সেই ব্যক্তি আপনার টাইমলাইনের পোস্ট দেখতে পাবে না, আপনাকে ট্যাগ করতে পারবে না, আপনাকে ইভেন্ট বা গ্রুপে ইনভাইট করতে পারবে না, আপনাকে মেসেজ বা ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাতে পারবেন। কোনো ফেসবুক ইউজারকে ব্লক করতেঃ
- ফেসবুক মেন্যু থেকে Settings & Privacy সিলেক্ট করুন
- Settings সিলেক্ট করুন
- Blocking এ ক্লিক করুন
- Block Users এর নিচে থাকা বক্সে যাকে ব্লক করতে চান, তার নাম লিখে সঠিকজনকে বাছাই করে Block বাটনে ক্লিক করুন
এছাড়াও Blocking পেজে ব্লক করা ব্যবহারকারীদের তালিকা দেখা যাবে। সেখান থেকে চাইলে যেকোনো ব্যবহারকারীকে আনব্লক ও করা যাবে।
আরো জানুনঃ ফেসবুক এবং মেসেঞ্জারে বিরক্তিকর লোকজন ব্লক করার উপায়
মেসেজ ব্লক
অনেকের মেসেজই আমাদের কাছে বিরক্তির কারণ হতে পারে। সেক্ষেত্রে যে ব্যক্তি বিরক্ত করছে, তার মেসেজ ব্লক করতে পারবেন। কোনো ব্যবহারকারীর মেসেজ ব্লক করলে ওই ব্যবহারকারীরা শুধুমাত্র মেসেজ করতে পারেন না, বাকিসব ঠিক থাকে। কাউকে ফেসবুকে ব্লক করতেঃ
- ফেসবুক মেন্যু থেকে Settings & Privacy সিলেক্ট করুন
- Settings সিলেক্ট করুন
- Blocking এ ক্লিক করুন
- Block Messages এর পাশে থাকা বক্সে যার মেসেজ ব্লক করতে চান, তার নাম লিখুন ও সঠিকজন বাছাই করুন
- এরপর মেসেজ ব্লক করতে Block Messages and Calls এ সিলেক্ট করুন
- নিশ্চিত করতে আবার Block এ ক্লিক করুন
একইভাবে Blocking সেকশন যাদের মেসেজ ব্লক করেছেন তার তালিকা দেখা যাবে। সেখান থেকে চাইলে যেকোনো ব্যবহারকারীর মেসেজ আনব্লক ও করা যাবে।
স্ক্যাম থেকে সাবধান থাকা
ফেসবুকে হরহারমেশাই লটারি কিংবা ফ্রি প্রাইজমানির কথা বলা টাকা কিংবা একাউন্ট হাতিয়ে নিচ্ছে স্ক্যামাররা। তাই কেউ কোনো অফারের কথা জানালে, লোভে পড়ে ফাঁদে না পড়ে আগে যাচাই বাচাই করুন। অধিকাংশ ক্ষেত্রে এসব মেসেজ স্ক্যাম-ই হয়ে থাকে।
আরো জানুনঃ ফেসবুকে ‘১০ মিনিটে ৫০০ টাকা’ আয়ের ধোঁকাবাজী থেকে সাবধান!
তাই ফেসবুক ব্যবহারের সময় স্ক্যাম থেকে সাবধান থাকবেন। এটি ফেসবুক প্রাইভেসি রক্ষায় অন্যতম প্রধান করণীয়।
ফেসবুক প্রাইভেসি বা ফেসবুক গোপনীয়তা নিশ্চিতকরণে আপনি কি ব্যবস্থা নিয়েছেন? আমাদের জানান কমেন্ট সেকশনে।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।