এলজি’র ফ্ল্যাগশিপ জি৩ এন্ড্রয়েড স্মার্টফোনের আরও একটি পৃথক সংস্করণ বাজারে আসছে। এবার কোম্পানিটির লক্ষ্যবস্তু ছিল স্যামসাং গ্যালাক্সি নোট। গ্যালাক্সি সিরিজের এসব এন্ড্রয়েড ফ্যাবলেটের বাজার দখল নিতে এলজি ঘোষণা করল ‘জি৩ স্টাইলাস’ স্মার্টফোন/ ফ্যাবলেট।
আগামী মাসে বার্লিনে অনুষ্ঠিতব্য আইএফএ ইলেকট্রনিকস ইভেন্টে জি৩ স্টাইলাস ডিভাইসটি প্রদর্শন করবে এলজি। এতে থাকবে এন্ড্রয়েড কিটক্যাট ৪.৪.২ ওএস, ৫.৫ ইঞ্চি স্ক্রিন, ১.৩ গিগাহার্টজ কোয়াড-কোর প্রসেসর, ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ১.৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৮জিবি স্টোরেজ, ১জিবি র্যাম, থ্রিজি, ৩০০০ এমএএইচ ব্যাটারি প্রভৃতি।
বলাই বাহুল্য, নাম শুনেই যেমনটি বোঝা যায়, এই ডিভাইসটির সাথে একটি স্টাইলাস পেন থাকবে, যার সাহায্যে ফ্যাবলেটটির স্ক্রিনে লেখা, আঁকা ও কমান্ড দেয়া যাবে।
এলজি জি৩ স্টাইলাস স্মার্টফোনের দাম কত হবে তা এখনও জানা যায়নি। তবে এলজি বলছে, এটি ‘ফেয়ার প্রাইসে’ বিক্রি হবে। হয়ত উন্মোচনের অপেক্ষায় থাকা স্যামসাং গ্যালাক্সি নোট ফোরের চেয়ে কিছুটা কম দামে কেনা যাবে জি৩ স্টাইলাস।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।