ফেসবুকে বিভিন্ন পোস্টে সবাই কি সত্যি বলছে? এমনটি না হওয়ার সম্ভাবনাই বেশি। ফেসবুক স্ট্যাটাসে অনেকেই মিথ্যে ভালো থাকার অভিনয় করে যাচ্ছে। চিত্র পরিচালক শন হিগটন এই বিষয়টি নিয়ে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন। সেখানে তিনি দেখিয়েছেন, ফেসবুকে লোকজন নিজেদের যতটা সুখী হিসেবে তুলে ধরতে চায়, তারা আসলে ততটা সুখী নাও হতে পারে।
ভিডিওটির শুরুতে একটি জুটি দেখা যায় যারা আসলে নিজেদের মত করেই সময় পার করছে। একদিনের ঘটনা এরকমঃ ছেলেটি বিষন্ন মনে কম্পিউটারের সামনে বসে ফেসবুক ব্রাউজ করছে, আর মেয়েটি টিভি দেখছে।
এমন সময় ছেলেটি (স্কট থমসন) ফেসবুকে দেখল সবাই খুব খুশি খুশি স্ট্যাটাস দিচ্ছে। তখন ছেলেটিও এমন একটি স্ট্যাটাস দিল যাতে বোঝাতে চাইল সে এবং তার বান্ধবী বেশ আনন্দে আছে। কিন্তু বাস্তবে এর উল্টোটাই হচ্ছিল। আসলে সবার দেখাদেখি ‘ফেসবুকে সুখে থাকার’ চেষ্টা করছিল সে।
পরের দৃশ্যে দেখা গেল, স্কট থমসন একটি ব্যবসায়িক প্রেজেন্টেশন দিচ্ছে। কিন্তু দর্শকরা কেউই মনোযোগী ছিলনা। অথচ প্রেজেন্টেশনের পর ছেলেটি স্ট্যাটাস দিল যে সে খুব ভাল একটি প্রেজেন্টেশন সেশন পার করেছে। আসলে এখানেও সুখে থাকার অভিনয় করল বেচারা।
এক সময় তার চাকরিটাও চলে যায়। কিন্তু সে ফেসবুকে বলে যে সে নিজে তার চাকরি ছেড়ে দিয়েছে।



http://www.youtube.com/watch?v=QxVZYiJKl1Y
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
 - বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
 - বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
 - গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
 - বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
 - প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।
 


 
			আমাদের যেকোনো প্রশ্ন করুন!