১৪৯০ টাকায় ইন্টারনেটযুক্ত সিম্ফনি মোবাইল দিচ্ছে গ্রামীণফোন

GP-Symphony-Low- Cost- Handset_Offer-innerসুলভে সিম্ফনি ডি৫১আই (Symphony D51i) ইন্টারনেট সমর্থিত হ্যান্ডসেট কেনার সুযোগ দিচ্ছে গ্রামীণফোন। ৮মে, ২০১৪ থেকে, যেকোন বর্তমান এবং নতুন গ্রামীণফোন প্রিপেইড ও পোস্টপেইড গ্রাহকগণ মাত্র ১,৪৯০ টাকায় এই ইন্টারনেট এনাবল্ড হ্যান্ডসেটটি কিনে পেতে পারেন ১৫০ MB ফ্রি ডাটা। এর পাশাপাশি, গ্রাহকগণ ১৫০ MB ইন্টারনেট ক্রয় করতে পারবেন মাত্র ১৫ টাকায় (ভ্যাট প্রযোজ্য)।

এই অফারটি পেতে, গ্রাহককে প্রথমে নতুন ক্রয়কৃত Symphony D51i হ্যান্ডসেট থেকে 4724 ডায়াল করে নিজেদেরকে ট্যাগ করতে হবে। ট্যাগিংয়ের ৭২ ঘন্টা পর, গ্রাহকগণ ১৫০ MB ডাটা ফ্রি পেতে শুরু করবেন। পরবর্তী ডাটা ক্রয় করতে গ্রাহকগণ 4724 নম্বরে (ফ্রি) SMS পাঠিয়ে (Y লিখে) ডিসকাউন্টেড রেটে ডাটা ক্রয় করতে পারবেন।

বিস্তারিত অফার (অফিসিয়াল টেক্সট)

  • এই অফারের আওতায় একজন গ্রাহক সর্বোচ্চ ৪ বার (২ মাসের মধ্যে) এই সুবিধা পাবেন
  • ডাটা ক্রয়ের পর এবং ফ্রি ডাটা পাওয়ার পর গ্রাহকগণ নিশ্চিতকরণ SMS পাবেন
  • ডাটা গ্রহণকালে কাস্টমারকে হ্যান্ডসেট এবং সিম-এর বান্ডল-এ সংযুক্ত থাকতে হবে
  • প্রিপেইড গ্রাহকগণ *500*60# ডায়াল করে ব্যালেন্স ডাটা ভলিউম এবং *500*61# ডায়াল করে ব্যবহৃত ডাটা ভলিউম চেক করতে পারবেন (ফ্রি)। পোস্টপেইড সংযোগের ক্ষেত্রে ডাটা ভলিউম চেক করতে View Data লিখে 4777 নম্বরে SMS পাঠাতে হবে (চার্জ প্রযোজ্য নয়)
  • পোস্ট-পেইড-এর ক্ষেত্রে, কাস্টমারের অব্যবহৃত ডাটা চলমান প্যাকেজ ভলিউমের সাথে যুক্ত হবেনা। বর্তমান সাবস্ক্রাইব্ড প্যাকেজ ভলিউম-এর মেয়াদ শেষ হবার পরই কেবল কাস্টমারগণ ডাটা ভলিউম ব্যবহার করতে পারবেন। তবে, তা নির্দিষ্ট সময়ের মধ্যে
  • প্রি-পেইড-এর ক্ষেত্রে, কাস্টমারের অব্যবহৃত ডাটা চলমান প্যাকেজ ভলিউমের সাথে যুক্ত হবে
  • বোনাস প্রদানকালে যদি কেউ অন্য কোন ইন্টারনেট প্যাকেজে সাবস্ক্রাইব না করে থাকেন, তবে মেয়াদ শেষ হওয়ার পর, সাবস্ক্রাইবার ডি-অ্যাক্টিভেটেড হয়ে যাবেন এবং ১৫০ MB ডাটা ব্যবহার শেষ হলে প্রতি ১০ কিলোবাইট/০.০১ টাকা হারে চার্জ প্রযোজ্য হবে
  • বর্তমান P2, P3, এবং স্মার্টপ্ল্যান গ্রাহকগণ এই অফার পাবেন না
  • বিজনেস সলিউশন পোস্টপেইড, জিপিপিপি, পল্লী ফোন এবং পিসিও গ্রাহকগন এই অফার পাবেন না

ক্যাম্পেইনের মেয়াদ: এই অফার ৮ মে, ২০১৪ থেকে ৪ আগস্ট, ২০১৪ পর্যন্ত চলবে।

Symphony D51i হ্যান্ডসেটের প্রধান ফিচারসমূহ:

  • জাভা সাপোর্টেড
  • EDGE সক্রিয়
  • ক্যামেরা ১.৩ মেগাপিক্সেল
  • ব্লুটুথ, এফ এম রেডিও, MP3/MP4 প্লেয়ার
  • মাইক্রো এসডি কার্ড স্লট, দীর্ঘস্থায়ী ব্যাটারি, টর্চ, ডুয়াল সিম
  • ১ বছরের ওয়্যারেন্টি (সিম্ফোনি দেবে)

আরও বিস্তারিত তথ্য জানতে গ্রামীণফোনের এই অফিসিয়াল সাইট ভিজিট করুন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *