এই ভিডিওটি আপনাকে স্মার্টফোন স্ক্রিন থেকে বাস্তব জীবনের হাতছানি দেবে

আমাদের মধ্যে অনেকের দিনই শুরু হয় ফেসবুকের নোটিফিকেশন দেখার মাধ্যমে। ঘরে-বাইরে সবখানেই সোশ্যাল মিডিয়া/ স্মার্ট ডিভাইস আমাদের সাথে থাকে। প্রায়ই স্মার্টফোন স্ক্রিনে তাকিয়ে থেকে চারপাশের দুনিয়ার অনেক কিছুই ‘মিস’ হয়ে যায়।

আজকের ভিডিওতে লেখক ও পরিচালক গ্যারি তুর্ক এর একটি কবিতা ও সংশ্লিষ্ট নাট্যাভিনয় দেখা যাবে।

মাত্র ৫ মিনিটের ক্লিপটির কাহিনী গড়ে উঠেছে পথ হারানো এক যুবককে ঘিরে, যাকে সঠিক দিক নির্দেশনা দেন এক যুবতী। সোশ্যাল মিডিয়ার জটলা বিহীন এক পৃথিবীর কথা ফুটিয়ে তোলা হয়েছে এখানে। ইউটিউবে ঝড় তোলা এই ক্লিপে ব্যবহৃত কবিতাটির নাম “লুক আপ”।

অবশ্য, এতে লেখক আপনাকে সোশ্যাল মিডিয়া বিরোধী হতে বলেননি, বরং তিনি বাস্তব পৃথিবীর সৌন্দর্য উপভোগ করার ব্যাপারটিই দেখিয়েছেন।

এখানে ইউটিউব থেকে ভিডিওটির ফ্রেম এমবেড করে দেয়া হল। আপনার মোবাইল ডিভাইসে ভিডিও ফ্রেম না এলে এই ইউটিউব লিংক ভিজিট করেও ক্লিপটি দেখতে পারেন।

কবিতাটির কয়েকটি লাইন এখানে তুলে দেয়া হলোঃ “Look up from your phone, shut down the display. Take in your surroundings, make the most of today. Just one real connection is all it can take to show you the difference that being there can make.”

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,549 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *