বিকাশ ১২৫ টাকা অফার নিয়ে নিন আজই

গত এক সপ্তাহ ধরে মোবাইল ব্যাংকিং সেবাগুলোর ক্যাশব্যাক অফার যেন একটু ধীরগতিতে আসছে। সপ্তাহদুয়েক আগেও বিভিন্ন কুইজ, গেম এবং অ্যাড মানি অফার ছিল নিয়মিত। কিন্তু তারপরেও বিকাশের ফ্রাইডে অফার আসতে ভুল করেনি। সময়মত ঠিকই চলে এসেছে বিকাশ ফ্রাইডে অফার।

এই শুক্রবার, আজ বিকাশ অ্যাপ থেকে ৪৫০০ টাকা ব্যাংক থেকে বিকাশ একাউন্টে অ্যাড মানি করলেই পাবেন ২৫ টাকা বোনাস। অ্যাড মানি করার সাথে সাথেই এই ২৫ টাকা বোনাস পেয়ে যাবেন। আর সেই সাথে পাবেন ১০০ টাকা পর্যন্ত সুপারস্টোর কুপন! এই কুপন দিয়ে নির্দিষ্ট সুপারস্টোরে কেনাকাটা করে ১০০ টাকার ডিসকাউন্ট নিতে পারবেন।

অফারের বিস্তারিত

  • যেকোনো বিকাশ ব্যবহারকারী ঠিক ৪৫০০ টাকা ব্যাংক টু বিকাশ অ্যাড মানি করলেই সাথে সাথে পাবেন ২৫ টাকা বোনাস। অ্যাড মানি সম্পন্ন হওয়ার ২-৩ কার্যদিবসের মধ্যে কুপন পাওয়া যাবে। 
  • কুপন পাওয়ার ৭ দিন পর্যন্ত কুপনটি ব্যবহারের মেয়াদ থাকবে।
  • কুপন ব্যবহার করতে হলে গ্রাহককে সর্বনিম্ন ৩০০ টাকার কেনাকাটা করতে হবে।
  • একজন বিকাশ গ্রাহক অফার চলাকালীন ১বার ইনস্ট্যান্ট বোনাস ও কুপন অফার উপভোগ করতে পারবেন। 

এবার জেনে নেয়া যাক অফারের শর্তগুলো। এছাড়া পোস্টের শেষের দিকে বিকাশের অফিসিয়াল অফার লিংক ও পাবেন যেখানে আরও জানতে পারবেন।

শর্তাবলি

  • পর্যাপ্ত ব্যালেন্স ও সচল একাউন্ট স্ট্যাটাস থাকা সাপেক্ষে যেকোনো বিকাশ ব্যবহারকারী নিজের একাউন্টে অ্যাড মানি করে এই ফ্রাইডে অফার গ্রহণ করতে পারবেন। 
  • বোনাস গ্রহণ করতে গ্রাহকের একাউন্ট স্ট্যাটাস ও ইনকামিং লেনদেন ফাংশন সচল থাকতে হবে। 
  • গ্রাহকের একাউন্ট স্ট্যাটাসের ইস্যুজনিত কারণ ছাড়া যদি কোনো অজানা বা অপ্রত্যাশিত কারণে এই বোনাস বিতরণ অসফল হয়, সেক্ষেত্রে ক্যাম্পেইন শেষ হওয়ার পর বিকাশ কোম্পানি ২ মাসের মধ্যে ৩বার বিরতিতে উক্ত বোনাস বিতরণের চেষ্টা করবে। 
  • তবে সকল উপায়ই যদি ব্যর্থ হয়, তাহলে আর কোনো চেষ্টা করা হবে না তাদের পক্ষ থেকে, এবং গ্রাহক বোনাস অফারের জন্য আর অন্তর্ভুক্ত বলে বিবেচিত থাকবেন না।
  • বোনাস পেতে অফার চলাকালীন বিকাশ একাউন্ট থেকে নিজের একাউন্টে সঠিকভাবে লেনদেন সফল করতে হবে।

আরও মনে রাখবেনঃ

  • বিকাশ চাইলে এই অফারের শর্ত যেকোনো সময় পরিবর্তন করতে পারে।
  • যদি বিকাশ মনে করে যে এই অফারের কেউ অপব্যবহার করছে তাহলে তার জন্য বিকাশ অফারটি বাতিল করতে পারে।

এই অফারের মেয়াদঃ ১৫ জুলাই, ২০২২ তারিখ পর্যন্ত। সুপারস্টোর আউটলেটসমূহের তালিকা দেখুন এই লিংকে: যেখানে কুপন ব্যবহার করে কেনাকাটা করতে পারবেন। 

👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,547 other subscribers

5 comments

    • আরাফাত বিন সুলতান Reply

      শর্তগুলো মানলে পাওয়ার কথা। পুরো পোস্টটি পড়লেই জানতে পারবেন। ধন্যবাদ।

    • আরাফাত বিন সুলতান Reply

      অনেক ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *