ইমেইল ইন্টারফেস, ফিচার ও স্টোরেজে উন্নয়ন এনেছে ইয়াহু। ৮ অক্টোবর থেকে বিশ্বব্যাপী সকল ইয়াহু মেইল ব্যবহারকারীদের নিকট নতুন এসব সুবিধা পৌঁছুতে শুরু করেছে। ফলে এখন আপনি আপনার স্মার্টফোন, ট্যাবলেট ও ডেস্কটপ- সব প্ল্যাটফর্মেই একই চেহারা ও পরিষ্কার ডিজাইনের ইয়াহু মেইল উপভোগ করতে পারবেন।
নতুন যোগ হওয়া সুবিধাগুলোর কিছু কিছু এর আগে শুধুমাত্র ইয়াহু মেইল প্লাস অর্থাৎ সেবাটির প্রিমিয়াম গ্রাহকদের জন্যই উন্মুক্ত ছিল। কিন্তু এখন সেগুলো ফ্রিতেই পাওয়া যাবে।
নতুন ডিজাইনের ইয়াহু মেইলে থাকছে থ্রেডেড কনভার্সেসন, থিম, ওয়ালপেপার ব্যাকগ্রাউন্ড, ১ টেরাবাইট স্টোরেজ প্রভৃতি। এতে একজন নির্দিষ্ট ইমেইল সেন্ডারের নিকট থেকে আসা মেসেজগুলো আরও সহজে সার্চ-স্টার-ডিলিট করা সম্ভব হবে।
এখন থেকে আপনার ইয়াহু মেইল ব্যাকগ্রাউন্ডে ফ্লিকার ফটো কিংবা অন্য যেকোন ইমেজ ব্যবহার করতে পারবেন। আর এটা সব প্ল্যাটফর্মেই সিঙ্ক্রোনাইজ হবে।
ইয়াহু মেইলের ১৬ বছর পুর্তি উপলক্ষ্যে এসব সুবিধা লঞ্চ করা হয়েছে।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।