আনুষ্ঠানিকভাবে থ্রিজি সেবা চালু করল এয়ারটেল বাংলাদেশ লিমিটেড। আজ বুধবার বেলা ১১:৩০ মিনিটে এয়ারটেল কর্পোরেট অফিসে টেলিযোগাযোগ মন্ত্রী সাহারা খাতুন থ্রিজির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে বনানী ও গুলশান-২ এলাকা এয়ারটেল থ্রিজির আওতায় আসবে বলে জানিয়েছেন কোম্পানিটির সিইও ক্রিস টোবিট।
চলতি অক্টোবর মাসে ঢাকা-চট্টগ্রামের কিছু কিছু এলাকা, নভেম্বরে সিলেটের কয়েকটি এলাকা, এবং ডিসেম্বরের মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে পুরোদমে চালু হবে এয়ারটেল থ্রিজি।
আর ২০১৪ এর জানুয়ারির মধ্যে সকল বিভাগীয় শহর এবং ডিসেম্বর নাগাদ সারাদেশে থ্রিজি সেবা পৌঁছে দেবে এয়ারটেল।
এর আগে ২৮ সেপ্টেম্বর বেলা এগারোটার দিকে দেশের ৩য় বৃহত্তম মোবাইল ফোন সেবাদাতা রবি পরীক্ষামূলকভাবে ৩.৫জি লঞ্চ করেছে। আর ২৯ সেপ্টেম্বর ৩.৯জি চালু করেছে দেশের বৃহত্তম মোবাইল অপারেটর গ্রামীণফোন।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।