ফেসবুক থেকে ফটো ও ভিডিও ব্যাকআপ নেয়ার উপায়

ফেসবুকে আমরা অনেক সময় অনেক ছবি এবং ভিডিও আপলোড করি, যেগুলো আলাদা ভাবে অনলাইনে সংরক্ষণ করা হয়ে ওঠে না। তাই এগুলার কোনো ব্যাকআপ থাকে না। হঠাৎ করে ফেসবুকের সার্ভার ডাউন হয়ে গেলে কিংবা ফেসবুক একাউন্টে কোন সমস্যা হলে ঐ ছবি এবং ভিডিও হারিয়ে যেতে পারে। এছাড়া আপনি চাইতেই পারেন যে ফেসবুকে আপনার আপলোড করা সব ছবি এবং ভিডিওর একটা ব্যাকআপ আপনার নিজের কাছে রেখে দিতে। এতদিন এটা সহজে সম্ভব ছিলনা। এখন থেকে আপনি কয়েক ক্লিকেই এই ব্যাকআপ পেতে পারেন।

ব্যবহারকারীদের আপলোডকৃত ছবি ও ভিডিও গুগল ফটোস এ ট্রান্সফার করার টুল ফেসবুকে গত বছর পরীক্ষামূলকভাবে চালু হয়। এই বছরের শুরুতেই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, আফ্রিকাসহ কিছু দেশে ফিচারটি চালু করা হয়।

এখন বিশ্বের সকল ফেসবুক ব্যবহারকারীর জন্য ফিচারটি উন্মুক্ত করে দেয়া হয়েছে। ফেসবুকের ডেস্কটপ ভার্সন কিংবা মোবাইল অ্যাপ, উভয় প্ল্যাটফর্মেই ব্যবহার করা যাবে গুগল ফটোস এ ছবি ট্রান্সফার করার ফিচারটি।

ফেসবুক থেকে গুগল ফটোস এ ছবি কপি করার করার নিয়ম

কম্পিউার বা ওয়েব ভার্সন

আপনার কম্পিউটারে ফেসবুক থেকে গুগল ফটোসে ছবি ট্রান্সফার করতে নিচের নিয়ম অনুসরণ করুন।

  • ফেসবুক একাউন্টে লগইন করুন
  • ডান দিকের কর্নার হতে তীর চিহ্নে ক্লিক করে Settings এ প্রবেশ করুন
  • বামদিকে থাকা Your Facebook Information এ প্রবেশ করুন
  • Transfer a Copy of Your Photos or Videos অপশনটি নির্বাচন করুন
  • Destination হিসেবে Google Photos নির্বাচন করুন
  • এরপর আপনার গুগল একাউন্ট এ লগইন করে বাকি প্রক্রিয়া সম্পন্ন করুন।

মোবাইল অ্যাপে যেভাবে করবেন

মোবাইল অ্যাপ ব্যবহার করে ফেসবুক থেকে গুগল ফটোস এ ছবি ট্রান্সফার করার নিয়ম অনেকটা ডেস্কটপ এর মতই। মোবাইল অ্যাপ দ্বারা ফেসবুক থেকে গুগল ফটোস এ ছবি ট্রান্সফার করতে নিচের নিয়ম অনুসরণ করুন।

  • ফেসবুক অ্যাপ এ লগ ইন করুন
  • হ্যামবার্গার মেন্যু (তিনটি সমান্তরাল দাগ) থেকে Settings এ প্রবেশ করুন
  • নিচের দিকে স্ক্রল করে Your Facebook Information এ প্রবেশ করুন
  • Transfer a Copy of Your Photos or Videos অপশনটি নির্বাচন করুন
  • Destination হিসেবে Google Photos নির্বাচন করুন
  • এরপর আপনার গুগল একাউন্ট এ লগইন করে বাকি প্রক্রিয়া সম্পন্ন করুন।

উল্লেখ্য যে, টুলটি ব্যবহার করে ছবি ট্রান্সফার করলে আপনার ফেসবুক একাউন্ট এ থাকা সকল ছবি এবং ভিডিওই গুগল ফটোস এ ইমপোর্ট হয়ে যাবে। অর্থাৎ, এখানে আলাদাভাবে ছবি নির্বাচন করা সম্ভব নয়। গুগল ফটোস থেকে কোনো ছবি ডিলিট করলে তা ফেসবুক থেকে ডিলিট হবেনা। ফেসবুকে থাকা ছবি আলাদাভাবে ডিলিট করতে হবে (যদি চান)।

২০১৮ সাল থেকে ফেসবুক, মাইক্রোসফট, গুগল এবং টুইটার, তাদের প্ল্যাটফর্মগুলোকে আরো সহজ আর ইউজার ফ্রেন্ডলি করার লক্ষ্যে একজোট হয়ে কাজ করে আসছে। এরই অংশ হিসেবে ফেসবুক থেকে গুগল ফটোস এ ছবি ট্রান্সফার করার টুলটি জন্ম নিয়েছে।

আরো পড়ুনঃ অনলাইনে ফ্রি ব্যাকআপ রাখুন আপনার সব ইমেজ এবং ভিডিও

গতবছর অ্যাপলও এই জোটে যুক্ত হয়েছে এবং আইক্লাউড থেকে ও আইক্লাউড এ ডেটা ট্রান্সফার এর ফিচার যুক্ত করেছে। এভাবে টেক জায়ান্টগুলো একসাথে মিলে কাজ করলে ব্যবহারকারীদের নিকট ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতা আরো উন্নত হবে বলে আশা করা যায়।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,549 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *