কোয়ের্টি কিবোর্ড ও স্কয়্যার স্ক্রিন নিয়ে আসছে নতুন ব্ল্যাকবেরি কিউ৫

গতকাল অনুষ্ঠিত লাইভ কিনোট ইভেন্টে নতুন একটি স্মার্টফোন প্রকাশ করেছে ব্ল্যাকবেরি।

এটি মূলত একটি মিড/এন্ট্রি লেভেল ডিভাইস।

হ্যান্ডসেটটি ব্ল্যাকবেরি কার্ভ ফোনের জায়গায় প্রতিযোগিতা করবে, যা কোম্পানিটির প্রিমিয়াম প্রোডাক্টগুলোর পাশাপাশি একটু কম দামের বিকল্পও উপলভ্য রাখবে।

ব্ল্যাকবেরি কিউ৫ দেখতে অনেকটা সাম্প্রতিক কিউ১০ এর মত। সেটটির মূল স্পেসিফিকেশনগুলো হচ্ছেঃ

  • > ৭২০ x ৭২০ রেস্যুলেশনের বর্গাকার ৩.১ ইঞ্চি এলসিডি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন
  • > ব্ল্যাকবেরি ১০ অপারেটিং সিস্টেম
  • > কোয়ালকম স্ন্যাপড্রাগন ১.২ গিগাহার্টজ প্রসেসর
  • > ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ, মাইক্রোএসডি কার্ড স্লট
  • > ৫ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ
  • > ফুল কোয়ের্টি কিবোর্ড, নন-রিমুভেবল ২১০০ এমএএইচ ব্যাটারি
  • > থ্রিজি, ওয়াইফাই, ব্লুটুথ, এনএফসি এবং আরও অনেক কিছু।

সাদা, কালো, লাল এবং গোলাপি রং নিয়ে ব্ল্যাকবেরি কিউ৫ বাজারে আসবে চলতি বছর জুলাইতে। এর সম্ভাব্য দাম এখনও জানা যায়নি।

কালকের ঐ অনুষ্ঠানে ব্ল্যাকবেরি থেকে আরও একটি চমৎকার বিষয়ে ঘোষণা এসেছে। তাদের বহুল জনপ্রিয় বিবিএম মেসেজিং সার্ভিস আইওএস এবং এন্ড্রয়েড চালিত ডিভাইসের জন্য উন্মুক্ত করে দেয়া হচ্ছে। এই গ্রীষ্মেই সেবাটির ফ্রি এপ্লিকেশন ডাউনলোড করা যাবে, যা আইওএস ৬x এবং এন্ড্রয়েড ৪x এ চলবে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,549 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *