তাইওয়ানের ইলেকট্রনিক্স কোম্পানি আসুস সম্প্রতি নতুন দুটি এন্ড্রয়েড স্মার্টফোন প্রকাশ করেছে যেগুলো দেখতে অ্যাপল আইফোন ১০ এর মত। আসুসের এই ফোনদুটির নাম জেনফোন ৫ এবং জেনফোন ৫ জেড। এদের স্ক্রিনের উপরের দিকে আইফোন ১০ এর বিখ্যাত সেই খাঁজ বা ‘notch’ রয়েছে। যারা প্রায় ১০০০ ডলার দামের আইফোন ১০ কিনতে আগ্রহী নন, কিন্তু আইফোন ১০ এর ডিজাইন পছন্দ করেন, তাদের জন্য আসুস জেনফোন ৫ সিরিজ হতে পারে ট্রাই করে দেখার মত ডিভাইস লাইনআপ।
আসুস জেনফোন ৫ এং ৫ জেড এর স্পেসিফিকেশন নিম্নরূপঃ
- ৬.২ ইঞ্চি, ২২৪৬ x ১০৮০ পিক্সেল রেজ্যুলেশনের স্ক্রিন
- স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর (জেনফোন ৫ জেড)
- স্ন্যাপড্রাগন ৬৩৬ প্রসেসর (জেনফোন ৫)
- ৪জিবি/৬জিবি/৮জিবি র্যাম, ৬৪জিবি/১২৮জিবি/২৫৬জিবি স্টোরেজ (জেনফোন ৫ জেড)
- ৪জিবি/৬জিবি র্যাম, ৬৪জিবি স্টোরেজ (জেনফোন ৫)
- মাইক্রোএসডি কার্ড সাপোর্ট
- ১২ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা
- ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
- ৩৩০০ এমএএইচ ব্যাটারি
- ডুয়াল সিম, ফোরজি
- এন্ড্রয়েড ৮ ওরিও অপারেটিং সিস্টেম
স্পেনে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ফোনদুটি উন্মোচনের সময় আসুসের গ্লোবাল মার্কেটিং হেড মার্সেল ক্যাম্পস বলেন বাজারে ক্রেতারা এরকম ডিজাইন চাচ্ছেন দেখেই তারা স্ক্রিনের উপরে খাঁজ রেখে ফোন বাজারে এনেছেন। তিনি এটাকে সরাসরি আইফোন ১০ এর কপি বলতে নারাজ। বরং, তিনি এটাকে ‘ট্রেন্ড’ বলছেন। ওদিকে আসুসের সিইও বলেছেন, আইফোন ১০ এর চেয়ে জেনফোন ৫ ও ৫ জেড এর খাঁজ ছোট।
জেনফোন ৫ এবং ৫ জেড এর চেহারা একই রকম। শুধু স্পেসিফিকেশন ভিন্ন। জেনফোন ৫ বাজারে আসবে এপ্রিলে, তবে এর দাম জানা যায়নি। অপরদিকে জেনফোন ৫ জেড বাজারে আসবে জুন মাসে, যার দাম শুরু হবে ৫৯০ ডলার থেকে।
আপনি কি কিনবেন আসুস জেনফোন ৫ বা ৫ জেড?
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।