ফিজেট স্পিনার কি সত্যিই স্ট্রেস কমায়?

ফিজেট স্পিনার একটি জনপ্রিয় খেলনা, যার কেন্দ্র আঙুলের মাথায় রেখে খেলনাটিকে ঘুরাতে হয় এবং একই সাথে আঙুলের ওপর এর ব্যালেন্স ঠিক রাখতে হয়। অনেকে ফিজেট স্পিনার টেবিলের ওপর রেখেও ঘুরিয়ে থাকেন। প্রচলিত আছে, ফিজেট স্পিনার ঘোরালে মানসিক ক্লান্তি দূর হয় (স্ট্রেস কমে) ও মনোযোগ বৃদ্ধি পায়। যদিও এর কোনো প্রমাণিত বৈজ্ঞানিক ভিত্তি এখনও পাওয়া যায়নি।

ফিজেট স্পিনার কি সত্যিই স্ট্রেস কমায়? জিজ্ঞেস করেছিলাম চলতি ঘটনাবলির খোঁজখবর রাখেন এমন একজনকে। ভিডিওতে দেখুন তিনি কী বললেন।

https://youtu.be/ltYmjaN_Vco

আপনার কী মনে হয়? ফিজেট স্পিনারের কী কী উপকারিতা আছে বলে আপনি মনে করেন?

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,545 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *