একটু আগে পত্রিকায় দেখলাম বাংলাদেশে একজন ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের অধীনে সর্বোচ্চ ১০টি সিম নিবন্ধনের সীমা নির্ধারণের ব্যাপারে সরকারি পর্যায়ে আলোচনা হয়েছে। সরকার যদি এরকম সিদ্ধান্ত নেয় তাহলে একজনের ন্যাশনাল আইডি কার্ড (এনআইডি – NID) অর্থাৎ জাতীয় পরিচয়পত্রের অধীনে সর্বোচ্চ ১০টি সিম রাখা যাবে। তাহলে, কার্যত একজন একক ব্যক্তি সর্বোচ্চ ১০টি মোবাইল ফোনের সিম কার্ডের রেজিস্টার্ড মালিক হতে পারবেন।
তবে এখনও এটি চূড়ান্ত হয়নি। এ ব্যাপারে আরও আলোচনা করবেন যথাযথ কর্তৃপক্ষ। কিছুদিন আগে পত্রপত্রিকায় প্রতিবেদনে প্রকাশিত হয়েছিল যে, সরকার ব্যক্তি প্রতি সিম কার্ডের মালিকানার সর্বোচ্চ সংখ্যা বেধে দিতে পারে। তখন জানা যাচ্ছিল, একজন ব্যক্তি সর্বোচ্চ ২০টি সিম নিজের নামে রেজিস্টার করাতে পারবেন, এমন আলোচনা হয়েছে। যদিও সেই সংখ্যাটিও নিশ্চিত ছিলনা।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।