সবচেয়ে সুন্দর ফোনটির উৎপাদন বন্ধ করে দিচ্ছে স্যামসাং

samsung galaxy alpha  324

স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোনগুলোর মধ্যে অন্যতম সুন্দর ফোন হচ্ছে গ্যালাক্সি আলফা। ব্যাটারি ব্যাকআপ সমস্যা ছাড়া এতে তেমন কোন সমস্যা নেই। কিন্তু এটি এখন উচ্চমুল্যের চাপে বিলুপ্তির পথে। স্টকে থাকা প্রস্তুতকারী উপাদান শেষ হলেই এর বাজারজাতকরণ সম্পূর্ণ রূপে বন্ধ হয়ে যাবে।

galaxy-a5-render

অপরদিকে গ্যালাক্সি এ৫ (Galaxy A5) মিড রেঞ্জের ফোন হিসাবে আলফার থেকেও বেশি জনপ্রিয়তা পেয়েছে। A5 সেটটি আলফার ডিজাইনের উপর ভিত্তি করেই তৈরি হয়েছে যাতে স্লিম ও মেটালিক ডিজাইনের উপর গুরুত্ব দেয়া হয়েছে। এটি গত মাসে চীনে লঞ্চ করা হয়। স্যামসাংয়ের নিজদেশে (দক্ষিণ কোরিয়ায়) এটি জানুয়ারি আথবা ফেব্রুয়ারির দিকে আসবে। এর দাম হবে ৩৬০ ডলারের মত।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *