স্যামসাং গ্যালাক্সি সিরিজের পরবর্তী ফ্ল্যাগশিপ এন্ড্রয়েড স্মার্টফোন ‘গ্যালাক্সি এস৬’ সম্পর্কে নতুন কিছু তথ্য ফাঁস হয়েছে। চীনা একটি ওয়েবসাইট সম্প্রতি ‘গ্যালাক্সি এস সিক্স’ এর স্পেসিফিকেশন প্রকাশ করেছে। বলাই বাহুল্য, এগুলো নিছক গুজব হলেও অতীতে এভাবে প্রকাশ পাওয়া অনেক তথ্যই সঠিক বলে প্রমাণিত হয়েছে।
চীনা সাইট সিএনএমও এক পোস্টে জনপ্রিয় বেঞ্চমার্কিং সফটওয়্যার এনটুটু (AnTuTu) এর মাধ্যমে নির্নয়কৃত স্যামসাং গ্যালাক্সি এস৬ এর স্পেসিফিকেশন স্ক্রিনশট প্রকাশ করেছে।
সেখান থেকে জানা যায়, গ্যালাক্সি এস৬ এ ৫.৫ ইঞ্চি কোয়াড এইচডি ডিসপ্লে থাকতে পারে যার রেস্যুলেশন হবে ১৪৪০ x ২৫৬০ পিক্সেল। এতে থাকবে ৬৪ বিট অক্টা-কোর এক্সাইনস ৭৪২০ প্রসেসর, ২০ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৩জিবি র্যাম, ৩২জিবি স্টোরেজ, এসডি কার্ড সাপোর্ট প্রভৃতি।
প্রাপ্ত তথ্য মতে, স্যামসাং গ্যালাক্সি এস সিক্স চলবে গুগল এন্ড্রয়েড ৫.০ ললিপপ অপারেটিং সিস্টেমে। সেটটি আগামী বছরের প্রথম প্রান্তিকে বাজারে আসার কথাও শোনা গেছে।
স্পেসিফিকেশন বা ফোনের ডিজাইন যাই হোকনা কেন, স্যামসাংকে এবার এমন একটি ফোন বানাতে হবে যেটি আইফোন ও অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের সাথে লড়াই করতে পারবে। গ্যালাক্সি এস৫ এর তুলনামূলক কম বিক্রয় নিয়ে হতাশায় থাকা স্যামসাং সেটি পারে কিনা সেটিই হচ্ছে এখন দেখার বিষয়।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।