বাংলাদেশের বাজারে চলে এলো স্যামসাং A সিরিজের স্মার্টফোন গ্যালাক্সি এ০৫ এস। কয়েক মাস আগে ফোনটি মালয়েশিয়ার বাজারে মুক্তি পেয়েছিল যা এখন বাংলাদেশের বাজারেও পাওয়া যাচ্ছে। মধ্যম দামের এই স্মার্টফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর, আকর্ষণীয় ক্যামেরা এবং আরও উল্লেখযোগ্য ফিচার। দেশে স্যামসাং এর নতুন এই ডিভাইস ভালই লড়াই করবে বলে ধারণা করা হচ্ছে।
স্যামসাং গ্যালাক্সি A05s ফোনে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ৯০ হার্টজ ইনফিনিটি ডিসপ্লে রয়েছে। এটি একটি এলসিডি স্ক্রিন হলেও স্যামসাং এর ডিসপ্লে টেকনোলজির সুনাম ধরে রাখবে বলে আশা করা যায়।
ফোনটিতে ৪ জিবি এবং ৬ জিবি র্যাম ভেরিয়েন্ট পাবেন আর স্টোরেজ ভেরিয়েন্ট এর মধ্যে রয়েছে ৬৪ জিবি এবং ১২৮ জিবি রম।
এবারে আসা যাক ফোনটির ক্যামেরা ডিপার্টমেন্টে। Samsung Galaxy A05s ফোনের মূল ক্যামেরায় তিনটি লেন্স রয়েছে। একটি হচ্ছে ৫০ মেগাপিক্সেল মূল সেন্সর আরেকটি দুই মেগাপিক্সেল ম্যাক্রোলেন্স এবং অন্যটি দুই মেগাপিক্সেল ডেপথ সেন্সর। আর ফোনটির সামনে রয়েছে ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
এছাড়া ফোনটিতে ২৫ ওয়াট চার্জিং ক্যাপাসিটির সাথে থাকছে ৫০০০ মিলিএম্প ব্যাটারি। চলুন এক নজরে দেখা নেয়া যাক গ্যালাক্সি এ০৫এস এর কোর স্পেসিফিকেশন।
- ডিসপ্লেঃ ৬.৭ ইঞ্চি
- প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০
- র্যামঃ ৬ জিবি
- স্টোরেজঃ ১২৮ জিবি
- প্রাইমারি ক্যামেরাঃ ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
- সেলফি ক্যামেরাঃ ১৩ মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প
- চার্জিংঃ ২৫ ওয়াট
Galaxy A05s ডিভাইসটির ৪/৬৪ জিবি ভার্সনের দাম ২১,৯৯৯ টাকা, এবং ৬/১২৮ জিবি ভার্সনের দাম ২৬,৯৯৯ টাকা। আপনি যদি ২০ হাজার টাকা বাজেটের ফোন খুঁজে থাকেন তাহলে ফোনটি দেখে নিতে পারেন।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।