
RSC <Space> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <Space> রোল নম্বর <Space> বিষয় কোড
মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীরা জেডিসির ফলাফল পুনঃনিরীক্ষণ করাতে চাইলে বোর্ডের নামের স্থলে Mad লিখে বাকী ফরম্যাট একইভাবে অনুসরণ করবেন।
উদাহরণঃ RSC <Space> Dha < Space> RollNumber <Space>101
এবার এসএমএসটি 16222 নাম্বারে পাঠাতে হবে।
একই এসএমএসের মধ্যে একাধিক বিষয়ের পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা যাবে। সেক্ষেত্রে বিষয় কোড গুলো কমা (,) দিয়ে আলাদাভাবে লিখতে হবে, অন্য সবকিছু একই থাকবে।
উদাহরণঃ RSC <Space> Dha < Space> RollNumber <Space>101,107
ফিরতি এসএমএসে আবেদন বাবদ কত টাকা খরচ হবে তা জানিয়ে একটি PIN কোড পাঠানো হবে। এতে সম্মত থাকলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে নিম্নোক্ত ফরম্যাটে মেসেজ পাঠানঃ
RSC <Space> Yes <Space> PIN <Space> ContactNumber
এই এসএমএসটিও 16222 নাম্বারে সেন্ড করুন। উল্লেখ্য কন্টাক্ট নাম্বার যেকোনো মোবাইল অপারেটরের হতে পারবে। এক্ষেত্রে প্রতিটি বিষয়/পত্রের জন্য ১২৫ টাকা হারে চার্জ প্রযোজ্য হবে।
যেসব বিষয়ে দুটি পত্র রয়েছে (বাংলা ও ইংরেজি) সেগুলোর ক্ষেত্রে একটি পত্রের বিষয় কোড (বাংলা ১০১, ইংরেজি ১০৭) লিখে আবেদন করলেই দুটি পত্রের জন্য চার্জ কাটবে। অর্থাৎ বাংলার জন্য ২৫০ টাকা ও ইংরেজির জন্য ২৫০ টাকা করে খরচ হবে।
নিচে শিক্ষাবোর্ডের অফিসিয়াল পিডিএফ ফর্মের স্ক্রিন শট দিয়ে দেয়া হল। সর্বোচ্চ সতর্কতার জন্য স্ক্রিনশট দেখে বিষয়টি ভালোভাবে আয়ত্বে এনে এসএমএস করুন।
জেএসসি (বড় করে দেখতে চাইলে ছবির ওপর ক্লিক করুন)
জেডিসি (বড় করে দেখতে চাইলে ছবির ওপর ক্লিক করুন)
উপরের তথ্যে কোনো সংশোধনের প্রয়োজন হলে অনুগ্রহ করে মন্তব্যের মাধ্যমে জানান। ধন্যবাদ।
সূত্রঃ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।



আমাদের যেকোনো প্রশ্ন করুন!