এয়ারটেলের নতুন অফারে ১ পয়সা/সেকেন্ড ভয়েস ও ৩৯ পয়সা/এসএমএস!

airtel bd ffsfএয়ারটেল বাংলাদেশ লিমিটেড নতুন একটি অফার ঘোষণা করেছে যার আওতায় দেশের যেকোন মোবাইলে ১ পয়সা/সেকেন্ড রেটে ভয়েস কল করা যাবে। ১ সেকেন্ড পালস সুবিধা ছাড়াও এই প্রমোশন চলাকালীন ৩৯ পয়সা রেটে এসএমএস পাঠানো যাবে।

“কুলেস্ট ওয়ার্ল্ড” নামের এই ক্যাম্পেইন সম্পর্কে বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এয়ারটেল জানায়, “এ অফারে ১ সেকেন্ড পালসে সর্বনিম্ন ১ পয়সায় দেশের যেকোন অপারেটরের যেকোন নম্বরে কথা বলার সুযোগ থাকবে।”

এজন্য এয়ারটেলের সিমে ২২ টাকা রিচার্জ করতে হবে। সেই সাথে গ্রাহকরা আরো পাবেন ২২ মিনিট বোনাস টকটাইম, ২২টি বোনাস এসএমএস এবং ২২ মেগাবাইট ইন্টারনেট বোনাস। নিচে বিস্তারিত শর্ত ও সুবিধা সহ এয়ারটেলের অফিসিয়াল অ্যাড অ্যাটাচ করে দেয়া হল। মোবাইল ব্রাউজারে বিজ্ঞাপনটি স্পষ্ট দেখতে চাইলে নিচের ছবির উপর ক্লিক করে বড় আকারে দেখতে পারেন।

airtel coolest world

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *