তৈরি হলো মানুষের চেয়ে এক হাজার গুণ বেশি শক্তিশালী ‘রোবোটিক মাস্‌ল!

যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা নতুন ধরণের রোবোটিক পেশী (মাস্‌ল) আবিষ্কার করেছেন যা মানবপেশীর চেয়ে ১ হাজার গুণ বেশি শক্তিশালী। এর গবেষণা ও উন্নয়নে বৈপ্লবিক প্রযুক্তির উপাদান ব্যবহৃত হয়েছে যা বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে নিজের বৈশিষ্ট্য পরিবর্তন করতে পারে। এতে ভ্যানাডিয়াম ডাই অক্সাইডের হিট-ইলাস্টিসিটি প্রোপার্টি কাজে লাগানো হয়েছে।

ইউএস ডিপার্টমেন্ট অব এনার্জি’র বিজ্ঞানীদের নতুন এই আবিষ্কারের সাহায্যে মটর-মাস্‌ল তৈরি করা সম্ভব যাতে এর গঠনগত পরিবর্তনের সাথে সাথে ‘টার্মিনেটর’ স্টাইলের শক্তি পাওয়া যাবে। এটি নিজের চেয়ে ৫০ গুণ বেশি ওজন ও ৫ গুণ লম্বা বস্তু নিক্ষেপ করতে পারে। এতে প্রযুক্তিটির মাত্র ৬০ মিলিসেকেন্ড সময় লাগে।

ইলেকট্রনিক শিল্পে ভ্যানাডিয়াম ডাই অক্সাইডের ব্যবহার নতুন নয়। এটি তাপমাত্রাভেদে বিভিন্ন রকম আচরণ করে থাকে। কম তাপমত্রায় পদার্থটি ইনসুলেটর (অন্তরক) হিসেবে কাজ করে। কিন্তু ৬৭ ডিগ্রি সেললসিয়াসের উপরে পদার্থটি বিদ্যুৎ পরিবাহী হয়ে ওঠে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *