ফেসবুকের কিছু শর্টকাট যা আপনার কাজে লাগতে পারে…

বিশ্বের সবচেয়ে বহুল ব্যবহৃত সামাজিক যোগাযোগের মাধ্যম হচ্ছে ফেসবুক। আজকাল ইন্টারনেটের সাথে যোগাযোগ রাখেন এমন প্রায় সবারই ফেসবুক একাউন্ট আছে। কেউ কেউ তাদের ফিচার ফোনেও এসএমএস বা ইউএসএসডি (ফ্ল্যাশ মেসেজ) এর মাধ্যমে ফেসবুকের টেক্সট অনলি ভার্সন ব্যবহার করে থাকেন। আর ব্যাসিক ইন্টারনেটযুক্ত ফোনে অনেকেই ফ্রি’তে ‘জিরো ফেসবুক’ উপভোগ করেন। এছাড়া মোবাইল ব্রাউজার, অ্যাপস ও মূল ওয়েব ভার্সন তো রয়েছেই।

আজকে আমরা ফেসবুক ডেস্কটপ ভার্সনের কিছু শর্টকাট জানব। অনেকেই হয়ত আগে থেকেই এগুলো জানেন, তবে যারা নতুন, তাদের জন্য এই পোস্টটি কিছুটা হলেও দরকারী হবে বলে আমাদের বিশ্বাস। তো চলুন শুরু করি।

আপনার ওয়েব ব্রাউজার যদি ফায়ারফক্স হয়, তাহলে নিচের কি-গুলোর সাথে শিফট’কিও (Shift) প্রেস করতে হবে। যেমন, ফায়ারফক্সে সরাসরি ফেসবুক হোমপেজে যেতে চাইলেঃ Shift + Alt + 1 প্রেস করুন। গুগল ক্রোম হলে শুধু নিচের কি গুলো প্রেস করলেই চলবে।

  • Alt+ 1: হোম পেইজ
  • Alt+ 2: আপনার প্রোফাইল ( ওয়াল )
  • Alt+ 3: কে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো সেই তালিকা দেখাবে
  • Alt+ 4: কে আপনাকে মেসেজ পাঠালো তা দেখাবে
  • Alt+ 5: কী কী নোটিফিকেশন আসলো তা দেখাবে
  • Alt+ 6: অ্যাকাউন্ট সেটিংস
  • Alt+ 7: অ্যাকাউন্ট প্রাইভেসি
  • Alt+ 8: ফেসবুকের ফ্যান পেইজ
  • Alt+ 9: ফেসবুকের রাইট অ্যান্ড রেসপনসিবিলিটি
  • Alt+ 0: ফেসবুক হেল্প সেন্টার
  • Alt+ m: নতুন মেসেজ লেখার বক্স আনবে

ধন্যবাদঃ Shahriar Farhan!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,544 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *