একীভূত হচ্ছে ওডেস্ক ও ইল্যান্স!

elance-odesk-merger ...জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস ওডেস্ক এবং ইল্যান্স একীভূত (মার্জ) হওয়ার ঘোষণা দিয়েছে। ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার উভয় কোম্পানির সিইও এই মার্জিংয়ের বিষয়টি জানান দেন। প্ল্যাটফর্মদুটি মার্জ হওয়ার পরে নতুন কোম্পানির নাম কী হবে সেটি এখনও জানা যায়নি। তবে ডিলটি সম্পন্ন হওয়ার পরে এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। এতে চার মাস পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছেন ওডেস্ক সিইও গ্যারি সোয়ার্ট।

উক্ত ডিলের জন্য ফ্রিল্যান্সিং সাইট দুটোর মধ্যে কী পরিমাণ আর্থিক লেনদেন হবে সে বিষয়ে কোন তথ্য জানা যায়নি।

ওডেস্ক ও ইল্যান্স একীভূত হওয়ার পরে নতুন একটি আলাদা কোম্পানিতে পরিণত হবে। যেহেতু এই ডিলটি সম্পন্ন হতে কিছুটা সময় লাগবে, তাই সে পর্যন্ত উভয় মার্কেটপ্লেসের ওয়েবসাইটই ঠিক আগের মতই স্বাধীনভাবে চলতে থাকবে। ততদিন এদের কাজকর্ম ও পলিসিও অপরিবর্তিত থাকবে। নতুন কোম্পানি লঞ্চ করার পরে এদের একক প্ল্যাটফর্ম আত্নপ্রকাশ করবে।

বর্তমানে ওডেস্কের ৫ মিলিয়ন রেজিস্টার্ড ফ্রিল্যান্সার রয়েছেন। অপরদিকে ইল্যান্সের আছেন ৩ মিলিয়ন ইউজার।

নতুন এই মার্জারের উদ্দেশ্য হচ্ছে আরও নতুন ও অত্যাধুনিক প্রযুক্তিতে বিনিয়োগ করা, গ্রাহকদের ডেটার সফল বিশ্লেষণের মাধ্যমে সেগুলোর সর্বোচ্চ ব্যবহার করা ও সর্বোপরি ফ্রিল্যান্সিং দুনিয়ায় নতুন এক বিপ্লব সাধন করা।

এদিকে ইল্যান্স ও ওডেস্কের মধ্যকার এই ডিলের খবরে ফ্রিল্যান্সারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটি সম্ভাব্য ‘কাজের ক্ষেত্র কমে যাওয়ার জন্য দায়ী হবে’ বলে অভিহিত করছেন। আবার অনেকে নতুন সুবিধার প্রত্যাশা করছেন। এমনকি কোনো কোনো ফ্রিল্যান্সার এই নিয়ে তেমন একটা মাথা না ঘামানোর মানসিকতাও প্রকাশ করেছেন।

ওডেস্ক ও ইল্যান্সের মার্জার গঠনের খবরে আপনার প্রতিক্রিয়া কী?

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,547 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *