কানাডিয়ান স্মার্টফোন নির্মাতা কোম্পানি ব্ল্যাকবেরি গত দীর্ঘ ছয় বছর ধরে সংগ্রাম করার পর মোবাইল ফোন মার্কেটে টিকে থাকতে না পেরে শেষ পর্যন্ত নিজেদের ব্র্যান্ডনেম বিক্রি করে দিয়েছে৷ চীনা কোম্পানি টিসিএল বিশ্বব্যাপী ব্ল্যাকবেরি ব্র্যান্ডের লাইসেন্স কিনে নিয়েছে৷ ফলে এখন থেকে টিসিএল নতুন ব্ল্যাকবেরি ডিভাইস উৎপাদন, বিক্রি ও গ্রাহক সেবা প্রদান করবে৷ কানাডিয়ান ব্ল্যাকবেরি কোম্পানি শুধুমাত্র সফটওয়্যার ও সার্ভিস নিয়েই থাকবে৷
তবে বিশ্বের কয়েকটি দেশে (বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলংকা ও ইন্দোনেশিয়া), যেখানে স্থানীয় কোম্পানির সাথে ব্ল্যাকবেরির কিছু চুক্তি এখনো চালু আছে, সেসব দেশে টিসিএল এর এই নতুন ডিল কার্যকর হবেনা৷
ব্ল্যাকবেরির জন্য এরকম একটি দিন মোটেই অনাকাঙ্ক্ষিত ছিলনা৷ ২০০৯ সালে বিশ্বব্যাপী স্মার্টফোন বাজারে ব্ল্যাকবেরির মার্কেট শেয়ার ছিল ২০ শতাংশ৷ কিন্তু বর্তমানে কোম্পানিটির এই শেয়ার মাত্র ০.১ শতাংশ৷ সুতরাং বুঝতেই পারছেন, কী কঠিন সময় পর করছে ব্ল্যাকবেরি৷ অথচ এক সময় ব্ল্যাকবেরি স্মার্টফোন ছিল আভিজাত্য ও নিরাপত্তার প্রতীক৷
টিসিএল ব্ল্যাকবেরি নাম নিয়ে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে পারবে কিনা সে ব্যাপারে অনেকেই সন্দেহ প্রকাশ করছেন৷ কেননা টিসিএল নিজেও স্মার্টফোন বাজারে তেমন একটা জনপ্রিয় ব্র্যান্ড না৷ এজন্য কেউ কেউ বলছেন “ব্ল্যাকবেরি ইজ ডেড”৷ অর্থাৎ, ব্ল্যাকবেরির মৃত্যু ঘটেছে৷ তবে এই অনুমানের সত্যতা যাচাই করার জন্য আমাদের আরও কিছু সময় অপেক্ষা করতে হবে৷
এর আগে ২০১৩ সালে ব্ল্যাকবেরি পুরো কোম্পানি বিক্রি করতে চেয়েছিল, যা পরে আর কার্যকর হয়নি।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।