১৩ মেগাপিক্সেল ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট নিয়ে এলো শাওমি রেডমি নোট ৩

xiaomi redmi note 3 (2)

চীনা ইলেকট্রনিকস পণ্য নির্মাতা শাওমি (Xiaomi) চমৎকার সব ফিচার সমৃদ্ধ নতুন এন্ড্রয়েড স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে। রেডমি নোট ৩ মডেলের এই ফোনটিতে ফ্ল্যাগশিপ প্রিমিয়াম স্মার্টফোন হওয়ার মত বেশ কিছু ফিচার বিদ্যমান। তারপরেও যথেষ্ট সাশ্রয়ী হবে শাওমি রেডমি নোট ৩ ফোন।

xiaomi redmi note 3 img1

চলুন দেখে নিই ডিভাইসটির স্পেসিফিকেশনঃ

  • ৫.৫ ইঞ্চি ১০৮০পি ফুল এইচডি ডিসপ্লে
  • ফিঙ্গারপ্রিন্ট সেন্সর (০.৩ সেকেন্ডে আনলক হয়)
  • ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  • ৪০০০ এমএএইচ ব্যাটারি
  • হেলিও এক্স১০ মিডিয়াটেক ফ্ল্যাগশিপ প্রসেসর
  • ১৬জিবি স্টোরেজের ভার্সনে ২জিবি র‍্যাম, ৩২জিবি স্টোরেজের ভার্সনে ৩জিবি র‍্যাম
  • ডুয়াল সিম, উভয় সিমেই ফোরজি সাপোর্ট
  • মেটাল বডি, ১৬৪ গ্রাম ওজন
  • এন্ড্রয়েড ৫.১ ললিপপ ভিত্তিক এমআইইউআই ৭ অপারেটিং সিস্টেম

xiaomi redmi note 3 img3 bt24

অসাধারণ স্পেসিফিকেশন সমৃদ্ধ রেডমি নোট ৩ স্মার্টফোনের দাম হবে বেশ কম। ১৬ জিবি ভার্সনের দাম মাত্র ১৪০ ডলার (প্রায় ১১ হাজার টাকা) এবং ৩২জিবি ভার্সনের দাম মাত্র ১৭২ ডলার (প্রায় সাড়ে ১৩ হাজার টাকা)।

xiaomi redmi note 3 bt24

ফোনগুলো চীনের বাজারে বিক্রি শুরু হবে ২৭ নভেম্বর থেকে। বাংলাদেশ, ভারত সহ বিশ্বের অন্যান্য দেশে কবে নাগাদ ফোনটি পাওয়া যাবে তা জানতে আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

https://www.youtube.com/watch?v=hGjmxABQKJ8

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *