এন্ড্রয়েড ফোন বাজারে আনলো পেপসি!

pepsi p1 official

গুজবকে সত্যি প্রমাণ করে দিয়ে অবশেষে এন্ড্রয়েড স্মার্টফোন লঞ্চ করল কোমল পানীয় প্রস্তুতকারী কোম্পানি পেপসি। চীনের বাজারে পেপসি ফোন পি১ নামের ৫.৫ ইঞ্চি স্ক্রিনের একটি এন্ড্রয়েড ফোন বিক্রির ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। চলুন জেনে নিই ডিভাইসটির স্পেসিফিকেশনঃ

  • ৫.৫ ইঞ্চি (১০৮০ x ১৯২০পি) ফুল এইচডি ২.৫ডি কার্ভড স্ক্রিন
  • ১.৭ গিগাহার্টজ অক্টাকোর মিডিয়াটেক এমটি৬৫৯২ প্রসেসর, মালি ৪৫০-এমপি৪ জিপিইউ
  • ২জিবি র‍্যাম, ১৬জিবি ইন্টারনাল স্টোরেজ, মাইক্রোএসডি কার্ড সাপোর্ট
  • ডুয়াল সিম কার্ড সাপোর্ট (হাইব্রিড)
  • ডিডো ওএস ৬.১ (এন্ড্রয়েড ৫.১ ললিপপ ভিত্তিক)
  • ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ
  • ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  • ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফোরজি, ৩০০০ এমএএইচ ব্যাটারি
  • নীল, সোনালী ও রূপালী রঙে পাওয়া যাবে ফোনটি
  • দাম ১১০ মার্কিন ডলার

আপাতত চীনে পাওয়া যাবে পেপসি ফোন পি১, তবে ভবিষ্যতে এটি অন্যান্য দেশেও চলে আসবে বলে আশা করা হচ্ছে। সূত্রঃ ফোনএরিনা, জেডি ডটকম।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,550 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *