মাত্র ৭৫০ টাকায় এলজি এন্ড্রয়েড ফোন!

lg lucky smartphone img

শিরোনাম লিখতে ভুল হয়নি। আপনি ঠিকই পড়েছেন। এলজি ও ট্র্যাকফোন নামের আরেকটি কোম্পানি একজোট হয়ে অত্যন্ত সস্তা একটি এন্ড্রয়েড স্মার্টফোন তৈরি করেছে যার দাম ১০ ডলারেরও কম। ওয়ালমার্ট সাইটে পাওয়া যাচ্ছে ফোনটি। এর দাম ৯.৮২ ডলার।

lg tracfone

এলজি লাকি নামের এই ফোনটিতে আছে এন্ড্রয়েড ৪.৪ কিটক্যাট অপারেটিং সিস্টেম, ৩.৮ ইঞ্চি টাচস্ক্রিন, ৩ মেগাপিক্সেল ক্যামেরা, ১.২ গিগাহার্টজ ডুয়াল কোর প্রসেসর, থ্রিজি-ওয়াইফাই সাপোর্ট, ব্লুটুথ, মেমোরি কার্ড সাপোর্ট, ৭ ঘন্টা টকটাইম, ১০ দিন স্ট্যান্ডবাই টাইম প্রভৃতি। মাদারবোর্ড নামক এক ওয়েবসাইট জানাচ্ছে, এত সস্তা হওয়া সত্ত্বেও এলজি লাকি ফোন আইফোনের প্রথম মডেলটির চেয়ে ভাল স্পেসিফিকেশন উপহার দিচ্ছে!

specification lg lucky

এই ফোনটির দাম বাংলাদেশি টাকায় ৭৫০ টাকার মত আসে। তবে এটি কিনতে চাইলে আপনাকে আপাতত ওয়ালমার্টেই যেতে হবে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,545 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *