ফেসবুক ভিডিও অটো-প্লে বন্ধ করার উপায়

ফেসবুক অ্যাপে ভিডিও অটো-প্লে বন্ধ করার উপায়

ফেসবুকে ভিডিও অটোমেটিক প্লে হওয়ার বিষয়টি কেউ কেউ হয়ত পছন্দ করেন, তবে অনেকে আবার এটা বন্ধও করতে চান। ফেসবুক অ্যাপ বা ওয়েবসাইটে প্রবেশের পর ভিডিও অনাকাঙ্ক্ষিতভাবে চালু হয়ে গেলে ইন্টারনেট প্যাকের সীমাবদ্ধতা থাকলে বাড়তি ইন্টারনেটও খরচ হয়।

তবে এই ভিডিও অটো প্লে হওয়া কিন্তু একটি ফিচার মাত্র যা চাইলেই বন্ধ করতে পারবেন। ফেসবুক অ্যাপে ভিডিও অটো-প্লে সহজেই বন্ধ করতে পারেন যেকোনো ব্যবহারকারী। যদিওবা ভিডিও অটো-প্লে হওয়ার এই ফিচারটি ডিফল্টভাবে চালু থাকে, তবে ব্যবহারকারীগণ এই ফিচার বন্ধ রাখতে পারবেন।

আমাদের পোস্টে জানবেন ফেসবুকে কিভাবে ভিডিও অটো-প্লে বন্ধ করবেন। ভিডিও অটো-প্লে আপনার কাছে বিরক্তিকর মনে হোক বা ডাটা সেভ করার জন্যই হোক, যেকোনো ক্ষেত্রেই ফেসবুকে ভিডিও অটো-প্লে হওয়ার ফিচারটি বন্ধ রাখতে পারবেন।

ফেসবুক ভিডিও অটো-প্লে বন্ধ করার উপায়

চলুন জেনে নেওয়া যাক ব্রাউজার, ফেসবুক আইওএস ও অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে কিভাবে ফেসবুক ভিডিও অটো-প্লে বন্ধ করবেন

ওয়েবসাইট

  • যেকোনো ব্রাউজার থেকে ফেসবুক ওয়েবসাইটে প্রবেশ করুন
  • ডানদিকের টপ কর্নারে থাকা নিজের প্রোফাইল ইমেজের উপর ক্লিক করুন
  • প্রথমে Settings & Privacy, এরপর Settings সিলেক্ট করুন
  • বামদিকে থাকা Videos অপশন সিলেক্ট করুন
  • এবার ভিডিও অটো-প্লে বন্ধ করতে Auto-Play Videos এর পাশে থাকা অপশন Off করে দিন

একইভাবে ফেসবুক আইওএস ও অ্যান্ড্রয়েড অ্যাপেও ভিডিও অটো-প্লে বন্ধ করতে পারবেন।

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

আইওএস অ্যাপ

  • ফেসবুক অ্যাপ থেকে থ্রি-বারে ট্যাপ করে মেন্যুতে প্রবেশ করুন
  • এবার প্রথমে Settings & Privacy ও এরপর Settings অপশনে ট্যাপ করুন
  • প্রোফাইল সেটিংস মেন্যুতে ট্যাপ করুন
  • এরপর নিচের দিকে স্ক্রল করে Media and Contacts অপশনে ট্যাপ করুন
  • এবার Videos and Photos এ ট্যাপ করুন
  • সবশেষে Autoplay অপশনে প্রবেশ করে ফিচারটি বন্ধ করুন

অ্যান্ড্রয়েড অ্যাপ

  • ফেসবুক অ্যাপে প্রবেশ করে মেন্যুতে প্রবেশ করুন থ্রি-বার আইকনে ট্যাপ করুন
  • এবার নিচের দিকে স্ক্রল করে Settings & Privacy > Settings সিলেক্ট করুন
  • প্রোফাইল সেটিংস মেন্যুতে ট্যাপ করুন
  • নিচের দিকে স্ক্রল করে Media and Contacts অপশনে খুঁজে নিয়ে ট্যাপ করুন
  • এবার Autoplay অপশনে প্রবেশ করুন ও Never Autoplay Videos সেট করুন

এভাবে উল্লেখিত নিয়মে যেকোনো ডিভাইসে ফেসবুক ভিডিও অটো-প্লে বন্ধ করতে পারবেন।

👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *