আপডেট আসলো ইউসি ব্রাউজারে

ইউসিওয়েব-এর ফ্ল্যাগশিপ এ্যাপ ইউসি ব্রাউজারে আপডেট আসলো উইন্ডোজ ফোনে। ইউসিওয়েব বলেছে, পুরো পৃথিবীতে ৪০০ মিলিয়ন মানুষ উসি ব্রাউজার ব্যবহার করে। ইউসি ব্রাউজারে এই ভার্শনে (৩.২) তারা উইন্ডোজ ফোন ব্যবহারকারীদেরকে ব্যাকগ্রাউন্ডে ডাউনলোড, ডাউনলোড ম্যানেজার সহ আরো কিছু পরির্তন এনেছে।

আপনি যদি কিছু খুব তাড়াতাড়ি ডাউনলোড করতে চান তাহলে ব্যাকগ্রাউন্ডে ডাউনলোড করাই ভালো উপায়।

তাছাড়া উইন্ডোজ ফোন স্টোরে ইউসি ব্রাউজার হচ্ছে নং১ ব্রাউজার! তারা দাবি করেছে যে, ইউসি ব্রাউজার ইন্টারনেটে খুব তাড়াতাড়ি সবকিছু লোড করে, যা উইন্ডোজ ফোনের ব্যবহারকারীদের দ্বিতীয় পছন্দ ইন্টারনেট এক্সপ্লোরার থেকে ৫ গুণ দ্রুত!

উসি ব্রাউজার আপনের উইন্ডোজ ফোনে চালাতে চাইলে এখানে ক্লিক করুন।

Windows Station এর অবলম্বনে মেহেদী হাসান।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,549 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *