ফেসবুক এর বর্তমান সংস্করণে মোবাইল ও ডেস্কটপ, উভয় প্ল্যাটফর্মে কার্যক্রম প্রায় একই ধরনের। পুরোনো ফেসবুক ভার্সনের চেয়ে নতুন এই ফেসবুক ডিজাইন পছন্দ করেছেন অধিকাংশ ব্যবহারকারী। বর্তমানে বিভিন্ন ওয়েবসাইট ও অ্যাপের জন্য ডার্ক মোড একটি জনপ্রিয় ফিচার হয়ে দাঁড়িয়েছে। এক্ষেত্রে পিছিয়ে নেই ফেসবুক। ফেসবুক অ্যাপ এবং ডেস্কটপ ভার্সনে ডার্ক মোড ব্যবহার করা যাচ্ছে।
ডার্ক মোড ব্যবহারে ডিভাইসের ব্যাটারি পাওয়ার সেভ হতে দেখা গিয়েছে। বিশেষ করে অ্যামোলেড স্ক্রিনযুক্ত ডিভাইসে ব্ল্যাক কালার সম্পূর্ণ ব্ল্যাক হওয়ায় ডার্ক মোডে কিছুটা হলেও ব্যাটারি সাশ্রয় হবে। এছাড়া চোখের জন্য বাড়তি স্বস্তি তো রয়েছেই!
চলুন জেনে নেওয়া যাক ফেসবুক ডার্ক মোড চালু করার নিয়ম বা কিভাবে ফেসবুক ডার্ক মোড চালু করবেন সে সম্পর্কে বিস্তারিত। এই পোস্টে আমরা জানবোঃ
- কিভাবে অ্যান্ড্রয়েড ফোনে ফেসবুক ডার্ক মোড চালু করতে হয়
- আইফোনে কিভাবে ফেসবুক ডার্ক মোড চালু করতে হয়
- কম্পিউটারে কিভাবে ফেসবুক ডার্ক মোড চালু করতে হয়
- অ্যান্ড্রয়েড মেসেঞ্জার অ্যাপে ডার্ক মোড চালু করার নিয়ম
- আইফোনে মেসেঞ্জার অ্যাপে ডার্ক মোড চালু করার নিয়ম
- ফেসবুক লাইট অ্যাপে ডার্ক মোড ব্যবহারের নিয়ম।
ফেসবুক ডার্ক মোড এর সুবিধা
ফেসবুক ডার্ক মোড ব্যবহারে একাধিক সুবিধা রয়েছে, যার কারণে অসংখ্য ব্যবহারকারী দীর্ঘদিন এটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছেন। বিশেষ করে ফোনের ব্যাটারি লাইফ সাশ্রয় করতে ভূমিকা রাখে এই ফেসবুক ডার্ক মোড। ফেসবুক এর পাশাপাশি অন্যসব অ্যাপে ডার্ক মোড ব্যবহার করলে ফোনের ব্যাটারি লাইফ বৃদ্ধি পাবে। যদিও সকল ডিসপ্লের ক্ষেত্রে এটা প্রযোজ্য নাও হতে পারে।
ডার্ক মোড ব্যবহারের আরেকটি সুবিধা হলো এটি ভালোভাবে ঘুমে সাহায্য করে। ডার্ক মোড ব্যবহার করলে ডিসপ্লেতে কম ব্লু লাইট উৎপন্ন হয়। এই ব্লু লাইট ঘুমের ব্যাঘাত ঘটায় বলে জানা গিয়েছে। তাই ফোনে বা অন্য কোনো ডিভাইসে ডার্ক মোড ব্যবহার করলে তা আরেকটু ভালোভাবে ঘুমাতে সাহায্য করে।
এছাড়াও পাবলিক প্লেসে ডার্ক মোড ব্যবহার করলে আশেপাশে থাকা লোকজনের সমস্যা হয় না। তাই বাইরে গেলে ডার্ক মোড ব্যবহার করাও একটি ভালো কাজ।
ফেসবুক ডার্ক মোড চালু করলে ফেসবুক অ্যাপ বা ওয়েবসাইট এর ডিফল্ট উজ্জ্বল ইন্টারফেস এর বদলে ডার্ক ব্যাকগ্রাউন্ড ব্যবহার হয়। বেশিরভাগ মানুষ ডার্ক মোডের স্ক্রিনে চোখ রাখতে অধিক স্বাচ্ছন্দ্যবোধ করে। এছাড়াও ডার্ক মোড কম ব্যাটারি পাওয়ার ব্যবহার করে।
যদিও ডার্ক মোডের অনেক সুবিধা রয়েছে, তবে এটি চোখের জন্য ভালো কিনা সেটা আপনার চোখের উপর নির্ভর করতে পারে। এ ব্যাপারে বিশেষজ্ঞ ডাক্তাররা বলতে পারবেন। ডার্ক মোড ব্যবহারের সময় যদি স্ক্রিনের ব্রাইটনেস অনেক কমিয়ে রাখেন তাহলে স্ক্রিনের কনটেন্ট দেখতে চোখের ওপর অতিরিক্ত প্রেশার পড়তে পারে। তাই চোখের জন্য স্বস্তিদায়ক এমন স্ক্রিন সেটিং ব্যবহার করুন।
🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥
কম্পিউটারে ফেসবুক ডার্ক মুড চালু করার নিয়ম
- যেকোনো ব্রাউজার থেকে ফেসবুকে প্রবেশ করুন
- টপ রাইট কর্নারে থাকা মেন্যু বাটনে ক্লিক করুন
- Display & Accessibility তে ক্লিক করুন
- Dark Mode এর নিচে থাকা On অপশন সিলেক্ট করে ডার্ক মোড চালু করুন
উল্লিখিত নির্দেশনা সঠিকভাবে অনুসরণ করলে উইন্ডোজ বা ম্যাক কম্পিউটারে ফেসবুক ডার্ক মোড চালু করতে পারবেন।
👉 ফেসবুক মেটাভার্স এর নতুন ফিচারগুলো জেনে নিন
মোবাইলে ফেসবুক ডার্ক মোড চালু করার নিয়ম
ফেসবুক এর মেসেজিং অ্যাপ, মেসেঞ্জারে ডার্ক মোড এসেছে বেশ অনেকদিন আগে। অবশেষে সকল আইওএস ও অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য ফেসবুক ডার্ক মোড চালু হয়েছে। অ্যান্ড্রয়েড ১০ বা তার চেয়ে নতুন সংস্করণ এবং আইওএস ১৩ বা তার চেয়ে নতুন সংস্করণে চালিত ফোনগুলোতে ফেসবুক ডার্ক মোড ব্যবহার করা যাবে।
অ্যান্ড্রয়েডে ফেসবুক ডার্ক মোড চালু করার নিয়ম
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোনে ফেসবুক ডার্ক মোড চালু করতেঃ
- ফেসবুক অ্যাপে প্রবেশ করুন
- হ্যামবার্গার মেন্যুতে ট্যাপ করুন
- নিচের দিকে স্ক্রল করে Settings & Privacy তে ট্যাপ করুন
- এরপর Settings এ ট্যাপ করুন
- Dark Mode অপশনটি ট্যাপ করে On সিলেক্ট করার মাধ্যমে ডার্ক মোড চালু করুন
আইফোনে ডার্ক ফেসবুক চালু করার নিয়ম
আইওএস অর্থাৎ আইফোনে ফেসবুক ডার্ক মোড ব্যবহার করা যায়। আইফোনে ফেসবুক ডার্ক মোড চালু করতেঃ
- ফেসবুকে অ্যাপে প্রবেশ করে হ্যামবার্গার মেন্যুতে ট্যাপ করুন
- নিচের দিকে স্ক্রল করে Settings & Privacy তে ট্যাপ করুন
- Dark Mode এ ট্যাপ করে On সিলেক্ট করে ডার্ক মোড চালু করুন।
👉 ফেসবুক পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম
মেসেঞ্জার ডার্ক মুড চালু করার নিয়ম
ফেসবুক অ্যাপ এর মতো মেসেঞ্জার অ্যাপেও ডার্ক মোড ব্যবহার করা যায়। চলুন জেনে নেওয়া যাক কিভাবে মেসেঞ্জারে ডার্ক মোড চালু করা যায়।
অ্যান্ড্রয়েডে মেসেঞ্জার ডার্ক মোড চালু করার নিয়ম
এন্ড্রয়েড ফোনে মেসেঞ্জার ডার্ক মোড চালু করতেঃ
- মেসেঞ্জার অ্যাপে প্রবেশ করুন
- ডানদিক উপরে থাকা প্রোফাইল আইকনে ট্যাপ করুন
- Dark Mode এ ট্যাপ করুন
- On এ ট্যাপ করে ডার্ক মোড চালু করুন।
👉 ফেসবুক মেসেঞ্জারে ডার্ক মোড চালু করার উপায়
আইফোনে মেসেঞ্জার ডার্ক মোড চালু করার নিয়ম
আইফোনে মেসেঞ্জার ডার্ক মোড চালু করতেঃ
- মেসেঞ্জার অ্যাপে প্রবেশ করুন
- ডানদিক উপরে থাকা প্রোফাইল আইকনে ট্যাপ করুন
- Dark Mode এর পাশে থাকা সুইচটি চালু করে ডার্ক মোড অন করুন।
ফেসবুক লাইট ডার্ক মুড
ফেসবুক এর সকল অ্যাপের মত ফেসবুক লাইট অ্যাপেও ব্যবহার করা যাবে ডার্ক মোড। আপনার ফেসবুক লাইট অ্যাপে ডার্ক মোড চালু করার অপশন না পেলে অ্যাপ আপডেট করুন। ফেসবুক লাইট অ্যাপে ডার্ক মোড চালু করতেঃ
- ফোনের ডানদিকের কর্নারে থাকা হরাইজন্টাল লাইন মেন্যুতে ট্যাপ করুন
- নিচের দিকে স্ক্রল করে Settings এ ট্যাপ করুন
- এরপর Dark Mode এ ট্যাপ করে পাশে থাকা সুইচটি অন করে ডার্ক মোড চালু করুন।
ফেসবুক Dark Mode খুঁজে পাচ্ছিনা, কি করা উচিত?
একটা সময় ছিলো যখন ফেসবুক ডার্ক মোড ব্যবহার করতে বিভিন্ন ধরনের মোডেড অ্যাপ কিংবা সফটওয়্যার ব্যবহার করতেন ফেসবুক ইউজারগণ। তবে সময়ের পরিবর্তনের সাথে সাথে ফেসবুক এর একটি ফিচার হিসেবে যুক্ত হয়েছে ডার্ক মোড। বর্তমানে প্রায় সকল ডিভাইসে ফেসবুক ডার্ক মোড ব্যবহার করা যায়। আপনার ফোনে যদি ফেসবুক ডার্ক মোড অপশন খুঁজে না পান, তাহলে নিন্মোক্ত নির্দেশনা অনুসরণ করুন।
অ্যান্ড্রয়েড বা আইফোনে ফেসবুক অ্যাপসমুহ ব্যবহার করতে এটি নিশ্চিত করুন যে অ্যাপ লেটেস্ট ভার্সনে চলছে কিনা। অ্যাপ যদি লেটেস্ট ভার্সনে আপডেটেড না থাকে, তাহলে গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে অ্যাপ আপডেট করে নিতে হবে।
আবার ব্রাউজারে যদি ফেসবুক ডার্ক মোড এর ফিচার পাওয়া না যায়, তাহলে বুঝে নিতে হবে ব্রাউজার আপডেট করা প্রয়োজন। আপনি যদি অনেক লম্বা সময় ধরে আপনার ব্যবহৃত ব্রাউজার সফটওয়্যারটি আপডেট না করে থাকেন, সেক্ষেত্রে ফেসবুক ডার্ক মোড ফিচারটি কাজ না করতেও পারে।
আপনি কি ফেসবুক ডার্ক মোড ব্যবহার করেন? আপনার ফেসবুক ডার্ক মোড ব্যবহারের অভিজ্ঞতা আমাদের জানান কমেন্ট সেকশনে।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।