বিশ্বের সেরা স্মার্টফোন ২০২৪

প্রতিবছর অসংখ্য স্মার্টফোন বাজারে আসলেও নির্দিষ্ট কিছু ফোন সেরা হিসেবে খ্যাতি পেয়ে যায়। বিশ্বের সেরা স্মার্টফোন সম্পর্কে জানবেন এই পোস্টে।

বিশ্বের সেরা স্মার্টফোন ২০২৪

ডিসপ্লে, পারফরম্যান্স, ক্যামেরা, সকল দিক বিবেচনায় এই ফোনগুলো বাজারের অন্যান্য ফোনগুলোর চেয়ে এগিয়ে থেকে সেরার খেতার অর্জন কর নিয়েছে। চলুন জেনে নেওয়া যাক বিশ্বের সেরা স্মার্টফোনগুলো সম্পর্কে। উল্লেখ্য যে এখানে আমরা কোনো ফোনের দাম উল্লেখ করিনি। ভ্যারিয়ান্ট এর উপর ভিত্তি করে উল্লেখিত ফোনগুলোর দাম একেক রকম হয়ে থাকে। উল্লেখিত ফোনসমূহের মধ্যে অধিকাংশের দাম ৭৯৯ ডলার এর বেশি।

১০. ওয়ানপ্লাস ১১ / OnePlus 11

প্রতিবছর নিজেদের ফ্ল্যাগশিপ সিরিজের স্মার্টফোনগুলো বাজারে এনে শীর্ষস্থান দখল করে নেয় ওয়ানপ্লাস, ওয়ানপ্লাস ১১ তার ব্যাতিক্রম নয়। ট্রিপল ক্যামেরা সেটাপের উক্ত ফোনে শক্তিশালী চিপ, ফিউচারিস্টিক ডিজাইন, ১২০ হার্জ রিফ্রেশ রেট ও ১০০ ওয়াট ফাস্ট চার্জিং হলো অসাধারণ ফিচারসমূহের মধ্যে কয়েকটি। ওয়ানপ্লাস তাদের কোম্পানির শুরুর দিকে ফ্ল্যাগশিপ কিলার নামে পরিচিত ছিল। যদিও কিছু কিছু ওয়ানপ্লাস ফোনে গ্রিনস্ক্রিন সমস্যা দেখা যাচ্ছে, তবে তারপরেও ফোনগুলোর জনপ্রিয়তা বহাল রয়েছে। এমনকি ওয়ানপ্লাস ফোনে স্থানভেদে স্ক্রিনের জন্য বিশেষ ওয়ারেন্টিও দেয়া হচ্ছে।

একনজরে ওয়ানপ্লাস ১১ এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: ৬.৭ ইঞ্চি
  • প্রসেসর: স্ন্যাপড্রাগন ৮ জেন ২
  • র‍্যাম (সর্বোচ্চ): ১৬ জিবি
  • স্টোরেজ (সর্বোচ্চ): ৫১২ জিবি
  • প্রাইমারি ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল ট্রিপল
  • সেলফি ক্যামেরা: ১৬ মেগাপিক্সেল
  • ব্যাটারি: ৫০০০ মিলিএম্প
  • চার্জিং: ১০০ ওয়াট

আরো পড়ুনঃ বাংলাদেশে ওয়ানপ্লাস ফোনের দাম জানুন

০৯. শাওমি ১৩ প্রো / Xiaomi 13 Pro

সেরা ক্যামেরা ফোনের পাশাপাশি বিশ্বের সেরা স্মার্টফোন তালিকার শীর্ষস্থান এর যোগ্য দাবিদার হলো শাওমি ১৩ প্রো। এই তালিকার অন্যান্য ফোনের চেয়ে দামে কম হলেও কোনো ফিচারের কমতি নেই এই ফোনটিতে। ১২০ হার্জ রিফ্রেশ রেট থেকে শুরু করে অসাধারণ ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরার এই ফোনটিতে উপস্থিত রয়েছে সকল ফ্ল্যাগশিপ ফিচার।

একনজরে শাওমি ১৩ প্রো এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: ৬.৭৩ ইঞ্চি
  • প্রসেসর: স্ন্যাপড্রাগন ৮ জেন ২
  • র‍্যাম (সর্বোচ্চ): ১২ জিবি
  • স্টোরেজ (সর্বোচ্চ): ৫১২ জিবি
  • প্রাইমারি ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল ট্রিপল
  • সেলফি ক্যামেরা: ৩২ মেগাপিক্সেল
  • ব্যাটারি: ৪৮২০ মিলিএম্প
  • চার্জিং: ১২০ ওয়াট ওয়্যারড, ৫০ ওয়াট ওয়্যারলেস

আরো পড়ুনঃ বাংলাদেশে শাওমি মোবাইল এর দাম জানুন

০৮. স্যামসাং গ্যালাক্সি জি ফ্লিপ৫ – Samsung Galaxy Z Flip5

ফ্লিপ ফোন হওয়ায় বেশ অসাধারণ সব সুবিধা অফার করছে স্যামসাং গ্যালাক্সি জি ফ্লিপ৫ যা একে বিশ্বের সেরা স্মার্টফোন এর তালিকায় স্থান করে দিয়েছে। কয়েক বছর আগেও একটি কনসেপ্ট গণ্য করা হলেও বর্তমানে ফ্লিপ ফোন একটি কনজ্যুমার প্রোডাক্টে রুপান্তরিত হয়েছে। দাম কমার পাশাপাশি ফিচারে ভরপুর অসাধারণ দেখতে এই স্যামসাং গ্যালাক্সি জি ফ্লিপ৫।

একনজরে  স্যামসাং গ্যালাক্সি জি ফ্লিপ৫ এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: ৬.৭ ইঞ্চি
  • প্রসেসর: স্ন্যাপড্রাগন ৮ জেন ২
  • র‍্যাম (সর্বোচ্চ): ৮ জিবি
  • স্টোরেজ (সর্বোচ্চ): ৫১২ জিবি
  • প্রাইমারি ক্যামেরা: ১২ মেগাপিক্সেল ডুয়াল
  • সেলফি ক্যামেরা: ১০ মেগাপিক্সেল
  • ব্যাটারি: ৩৭০০ মিলিএম্প
  • চার্জিং: ২৫ ওয়াট

০৭. স্যামসাং গ্যালাক্সি জি ফোল্ড৫ – Samsung Galaxy Z Fold5

Samsung Galaxy Z Fold 3

ফ্লিপ৫ এর পাশাপাশি জনপ্রিয়তা ও ব্যবহার উভয়ই বেড়েছে স্যামসাং এর আরেক ফোল্ডেবল ফোন, স্যামসাং গ্যালাক্সি জি ফোল্ড৫ এর। বেশ অসাধারণ ক্যামেরা ফিচারের পাশাপাশি সাধারণ ফোনের মতই ফাংশনালিটি অফার করছে স্যামসাং এর এই ৫ম জেনারেশনের ফোল্ডেবল ডিভাইসটি।

একনজরে  স্যামসাং গ্যালাক্সি জি ফোল্ড৫ এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: ৭.৬ ইঞ্চি
  • প্রসেসর: স্ন্যাপড্রাগন ৮ জেন ২
  • র‍্যাম (সর্বোচ্চ): ১২ জিবি
  • স্টোরেজ (সর্বোচ্চ): ১ টেরাবাইট
  • প্রাইমারি ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল ট্রিপল
  • সেলফি ক্যামেরা: ৩ মেগাপিক্সেল ডুয়াল
  • ব্যাটারি: ৪৪০০ মিলিএম্প
  • চার্জিং: ২৫ ওয়াট

আরো পড়ুনঃ সেরা ফোল্ডেবল স্মার্টফোন – ফ্লিপ ও ফোল্ড ফোন দেখে নিন!

০৬. অপো ফাইন্ড এক্স৬ প্রো – Oppo Find X6 Pro

অপো ফাইন্ড এক্স৬ প্রো - Oppo Find X6 Pro

ফাইন্ড এক্স সিরিজের মাধ্যমে প্রিমিয়াম ব্র্যান্ড হিসেবে সঠিকভাবে নিজেদের উপস্থাপনে সক্ষম হয়েছে অপো। ফ্ল্যাগশিপ গ্রেড ক্যামেরার পাশাপাশি একটি ফোনকে “সেরা” হিসেবে চিহ্নিত করতে যে সকল ফিচারের প্রয়োজন তার কোনটির অভাব নেই অপো ফাইন্ড এক্স৬ প্রো ফোনটিতে।

একনজরে অপো ফাইন্ড এক্স৬ প্রো এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: ৬.৮২ ইঞ্চি
  • প্রসেসর: স্ন্যাপড্রাগন ৮ জেন ২
  • র‍্যাম (সর্বোচ্চ): ১৬ জিবি
  • স্টোরেজ (সর্বোচ্চ): ৫১২ জিবি
  • প্রাইমারি ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল ট্রিপল
  • সেলফি ক্যামেরা: ৩২ মেগাপিক্সেল
  • ব্যাটারি: ৫০০০ মিলিএম্প
  • চার্জিং: ১০০ ওয়াট ওয়্যারড, ৫০ ওয়াট ওয়্যারলেস

আরো পড়ুনঃ বাংলাদেশে অপো ফোনের দাম জানুন

০৫. সনি এক্সপেরিয়া ১ মার্ক ৫ – Sony Xperia 1 V

Sony Xperia 1 V

সনি তাদের এক্সপেরিয়া ১ সিরিজে রীতিমত প্রফেশনাল গ্রেড ক্যামেরা ফিচার অফার করছে। অসাধারণ ক্যামেরা ফিচারের পাশাপাশি সনি এক্সপেরিয়া ১ মার্ক ৫ ডিভাইসটিতে ১২০ হার্জ রিফ্রেশ রেট, শক্তিশালী প্রসেসর, অসাধারন ডিসপ্লে ও অডিও সেটাপ রয়েছে।

একনজরে  সনি এক্সপেরিয়া ১ মার্ক ৫ এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: ৬.৫ ইঞ্চি
  • প্রসেসর: স্নাপড্রাগন ৮ জেন ২
  • র‍্যাম (সর্বোচ্চ): ১২ জিবি
  • স্টোরেজ (সর্বোচ্চ): ৫১২ জিবি
  • প্রাইমারি ক্যামেরা: ৪৮ মেগাপিক্সেল ট্রিপল
  • সেলফি ক্যামেরা: ১২ মেগাপিক্সেল
  • ব্যাটারি: ৫০০০ মিলিএম্প
  • চার্জিং: ৩০ ওয়াট

আরো পড়ুনঃ বাংলাদেশে ভিভো মোবাইলের দাম জানুন

০৪. আইফোন ১৫ প্লাস – iPhone 15 Plus

লেটেস্ট আইফোন সিরিজ থেকে আইফোন ১৫ প্লাস সেরা স্মার্টফোন এর তালিকায় শীর্ষস্থান দখল করে নিয়েছে এর অসাধারণ ক্যামেরা পারফরম্যান্স ও ব্যাটারি ব্যাকাপ এর মাধ্যমে। গতবছরের আইফোনের চিপসেট দ্বারা চললেও পারফরম্যান্স এর বিচারে তালিকার অধিকাংশ ফোনের চেয়ে এগিয়ে থাকবে আইফোন ১৫ প্লাস।

একনজরে  আইফোন ১৫ প্লাস এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: ৬.৭ ইঞ্চি
  • প্রসেসর: অ্যাপল এ১৬ বায়োনিক
  • র‍্যাম (সর্বোচ্চ): ৬ জিবি
  • স্টোরেজ (সর্বোচ্চ): ৫১২ জিবি
  • প্রাইমারি ক্যামেরা: ৪৮ মেগাপিক্সেল ডুয়াল
  • সেলফি ক্যামেরা: ১২ মেগাপিক্সেল
  • ব্যাটারি: ৪৩৮৩ মিলিএম্প

আরো পড়ুনঃ হ্যাকিং ঝুঁকিতে আইফোন ও অ্যাপল ডিভাইস, বাঁচার উপায় জানুন!

০৩. পিক্সেল ৭ প্রো – Pixel 7 Pro

Google Pixel 7 Pro

প্রতি বছর পিক্সেল তাদের ফ্ল্যাগশিপ সিরিজ দিয়ে বাজার মাতিয়ে রাখে। ফটোগ্রাফি লাভারদের পাশাপাশি বর্তমানে অ্যাপল বা স্যামসাং এর পাশাপাশি স্মার্টফোন জগতে নিজেদের স্থান সুদৃঢ় করে নিয়েছে গুগল। 

একনজরে গুগল পিক্সেল ৭ প্রো এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: ৬.৭ইঞ্চি
  • প্রসেসর: গুগল টেন্সর জি২
  • প্রাইমারি ক্যামেরা: ৫০মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • সেলফি ক্যামেরা: ১০.৮মেগাপিক্সেল
  • ব্যাটারি: ৫০০০মিলিএম্প
  • চার্জিং: ৩০ওয়াট

আরো পড়ুনঃ বাংলাদেশে গুগল পিক্সেল ফোনের দাম জানুন

0২. স্যামসাং গ্যালাক্সি এস২৩ আলট্রা – Samsung Galaxy S23 Ultra

স্যামসাং গ্যালাক্সি এস২৩ আলট্রা
স্যামসাং গ্যালাক্সি এস২৩ আলট্রা

স্যামসাং গ্যালাক্সি এস২৩ আলট্রা বছরের প্রথমদিকে মুক্তি পেলেও এখনো এটি বাজারের সকল এন্ড্রয়েড ফোনের চেয়ে এগিয়ে থাকবে। মাথানষ্ট সব সংখ্যার রেকর্ড এর দখল রয়েছে এই ফোনটির যা থেকে বেশ সহজে ধারণা করা যায় বিশ্বের সেরা স্মার্টফোন এর তালিকায় এর স্থান পাওয়ার কারণ।

একনজরে স্যামসাং গ্যালাক্সি এস২৩ আলট্রা এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: ৬.৮ ইঞ্চি
  • প্রসেসর: স্ন্যাপড্রাগন ৮ জেন ২
  • র‍্যাম (সর্বোচ্চ): ১২ জিবি
  • স্টোরেজ (সর্বোচ্চ): ১ টেরাবাইট
  • প্রাইমারি ক্যামেরা: ২০০ মেগাপিক্সেল ট্রিপল
  • সেলফি ক্যামেরা: ১২ মেগাপিক্সেল
  • ব্যাটারি: ৫০০০ মিলিএম্প
  • চার্জিং: ৪৫ ওয়াট

আরো পড়ুনঃ বাংলাদেশে স্যামসাং মোবাইল ফোনের দাম জানুন

০১. আইফোন ১৫ প্রো ম্যাক্স – iPhone 15 Pro Max

iPhone 15 pro

বিশ্বের সেরা স্মার্টফোন ২০২৪ এর হলো অ্যাপল এর আইফোন ১৫ প্রো ম্যাক্স। গতবছরের আইফোনের চেয়ে সকল ক্ষেত্রে উন্নতি এসেছে ২০২৪ সালের অ্যাপল ফ্ল্যাগশিপে। পূর্বের চেয়ে বেশ শক্তিশালী হওয়ার পাশাপাশি আনবিটেবল ক্যামেরা পারফরম্যান্স প্রদান করার মাধ্যমে এই তালিকার শীর্ষস্থান দখল করে নিয়েছে আইফোন ১৫ প্রো ম্যাক্স।

একনজরে আইফোন ১৫ প্রো ম্যাক্স এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: ৬.৭ ইঞ্চি
  • প্রসেসর: অ্যাপল এ১৭ প্রো 
  • র‍্যাম (সর্বোচ্চ): ৮ জিবি
  • স্টোরেজ (সর্বোচ্চ):১ টেরাবাইট
  • প্রাইমারি ক্যামেরা: ৪৮ মেগাপিক্সেল ট্রিপল
  • সেলফি ক্যামেরা: ১২ মেগাপিক্সেল
  • ব্যাটারি: ৪৪৪১ মিলিএম্প

আরো পড়ুনঃ বাংলাদেশে আইফোন এর দাম জানুন

আপনি অনলাইনে যতগুলো স্মার্টফোন র‍্যাংকিং পাবেন, তা একটা আরেকটার সাথে মিলবেনা। এমনকি আপনার নিজের বিবেচনায়ও হয়ত আলাদা র‍্যাংকিং চলে আসবে। এই তালিকায় থাকা প্রতিটি ফোনই অসাধারণ। বিক্রেতাভেদে এদের দাম ভিন্ন হতে পারে। বাংলাটেক টোয়েন্টিফোর ডটকম থেকে প্রযুক্তি বিষয়ক আরো অনেক তথ্য সরাসরি আপনার ইমেইল ইনবক্সে পেতে এখানে ফ্রি সাবস্ক্রাইব করে নিন।

উল্লেখিত বিশ্বের সেরা স্মার্টফোন এর তালিকায় থাকা ফোনগুলোর মধ্যে আপনার পছন্দের কোনটি? আপনার মূল্যবাদ মতামত বাংলাটেক টিম ও পাঠকদের সাথে শেয়ার করতে পারেন কমেন্ট সেকশনে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,580 other subscribers

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *