চীনা স্মার্টফোন নির্মাতা কোম্পানি ওয়ানপ্লাস অনেকের কাছে ‘ফ্ল্যাগশিপ কিলার’ নামেও পরিচিত। তাদের নতুন ডিভাইস এলো ওয়ানপ্লাস ৫টি ফোন। অপো ইলেকট্রনিক্সের মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি মধ্যম দামে ফ্ল্যাগশিপ স্যামসাং, এইচটিসি এমনকি আইফোনের সাথে তুলনা করার মত স্পেসিফিকেশন ও পারফরমেন্সের এন্ড্রয়েড স্মার্টফোন তৈরি করে থাকে। অনেক ক্ষেত্রে দামী ফ্ল্যাগশিপ ফোনের দামের প্রায় অর্ধেকে তার কাছাকাছি স্পেসিফিকেশনের ফোন দেয় ওয়ানপ্লাস। নতুন ওয়ানপ্লাস ৫টি স্মার্টফোন চমৎকার সব স্পেসিফিকেশন, ডিজাইন ও ফিচার উপহার দেবে। এর স্ক্রিনের উপরে ও নিচে খুবই কম জায়গা আছে, যা একে চলতি সময়ের ট্রেন্ডের সাথে মানিয়ে নেয়।
ওয়ানপ্লাস ৫টি স্পেসিফিকেশন
- ৬ ইঞ্চি ১০৮০ x ২১৬০পি অ্যামোলেড স্ক্রিন (৪০১ পিপিআই), ১৮:৯ র্যাশিও
- করনিং গরিলা গ্লাস ৫ প্রটেকশন
- এন্ড্রয়েড ৭.১.১ ভিত্তিক অক্সিজেন ওএস ৪.৭
- স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর
- ৬জিবি/৮জিবি র্যাম; ৬৪জিবি/১২৮জিবি স্টোরেজ
- মেমোরি কার্ড স্লট নেই
- ২০ মেগাপিক্সেল + ১৬ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ফ্ল্যাশ
- ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
- পেছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
- ব্লুটুথ ৫.০, ডুয়াল সিম, ইউএসবি-সি পোর্ট
- ৩৩০০ এমএএইচ ব্যাটারি, আধঘন্টা চার্জ দিলে পুরোদিন চলবে।
ওয়ানপ্লাস ৫টি স্মার্টফোনে অনেকটা হুয়াওয়ে মেট ১০ প্রো ও গুগল পিক্সেল ২ ফোনের মতই এর ডিসপ্লের উপরে ও নিচে খুব কম বেজেল থাকছে। আরো চমক হিসেবে থেকে যাচ্ছে হেডফোন জ্যাক। সুতরাং আপনার বিদ্যমান ৩.৫ মিলিমিটার জ্যাকের সচরাচর ব্যবহৃত হেডফোন এই ফোনটিতে চলবে। ওয়ানপ্লাস ৫টি স্মার্টফোন বাজারে আসবে ২১ নভেম্বর। এর দাম ৪৯৯ ডলার, যা বাংলাদেশি টাকায় ৪০ হাজারের মত হবে। বাংলাটেক টোয়েন্টিফোর ডটকম থেকে প্রযুক্তি বিষয়ক বিভিন্ন তথ্য সরাসরি আপনার ইমেইল ইনবক্সে পেতে এই লিংকে গিয়ে এক্ষুণি সাবস্ক্রাইব করুন ও সোশ্যাল মিডিয়ায় ফলো করুন!
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।