স্যামসাং আনছে ১৮.৪ ইঞ্চি স্ক্রিনের বিশাল গ্যালাক্সি ভিউ ট্যাবলেট

galaxy view samsung

গত কয়েক সপ্তাহ ধরে বেশ কয়েকবার লিক এবং পরীক্ষানিরীক্ষার পর অবশেষে স্যামসাং তাদের ১৮.৪ ইঞ্চি আকৃতির নতুন ট্যাবলেট গ্যালাক্সি ভিউ ঘোষণা করেছে।

যেসকল ব্যবহারকারী মিডিয়া খুব বেশি ব্যবহার করেন তাদের দিকে নজর দিয়েই স্যামসাং তাদের নতুন এ বড় আকৃতির ট্যাব বাজারে আনছে।

এতে থাকবে ১৯২০*১০৮০ রেস্যুলেশনের ডিসপ্লে, অপারেটিং সিস্টেম হিসাবে থাকবে এন্ড্রয়েড ৫.১ ওএস, ২.১ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ১.৬ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর, ২ গিবি র‍্যাম, ৩২ অথবা ৬৪ গিবি স্টোরেজ এবং এতে একটি ন্যানো সিম লাগানোর স্লট থাকবে যাতে এলটিই সাপোর্ট করবে।

বড় স্ক্রিন এবং মিডিয়াকে সাপোর্ট দেয়ার জন্য বড় ব্যাটারি দরকার আর সে জন্য এতে আছে ৫৭০০ এমএএইচ ব্যাটারি যা ৮ ঘণ্টা ভিডিও চালাতে সক্ষম।

স্যামসাং অবশ্য এখনো এর দাম ঘোষণা করেনি।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *