ওয়ালটন আনছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরার নতুন দুটি এন্ড্রয়েড ফোন

primo v2 2

বাংলাদেশি ব্র্যান্ড ওয়ালটন ইতোমধ্যেই নিজেদের অবস্থান গড়ে নিয়েছে। প্রতিযোগিতামূলক দামে চমৎকার সব স্পেসিফিকেশন উপহার দিচ্ছে কোম্পানিটি। নভেম্বরে ওয়ালটন আনতে যাচ্ছে আরও বেশ কিছু নতুন এন্ড্রয়েড স্মার্টফোন। এদের মধ্যে প্রিমো ভি২ এবং প্রিমো ভিএক্স এর কথা না বললেই নয়।

 

primo v2

প্রিমো ভি২ স্মার্টফোনে পাবেন এন্ড্রয়েড ৫.০ ললিপপ ওএস, ৫-ইঞ্চি ফুল এইচডি স্ক্রিন, কর্নিং গরিলা গ্লাস ৩ প্রটেকশন, ১.৫ গিগাহার্টজ অক্টাকোর প্রসেসর (৬৪ বিট স্ন্যাপড্রাগন ৬১৫ চিপসেট), এড্রিনো ৪০৫ জিপিইউ, ২জিবি র‍্যাম, ১৬জিবি ইন্টারনাল স্টোরেজ, ৩২জিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ড সাপোর্ট প্রভৃতি।

ডিভাইসটিতে আরও থাকছে ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৩০০০ এমএএইচ ব্যাটারি, ফোরজি, ডুয়াল সিম সাপোর্ট ও আরও অনেক কিছু। প্রিমো ভি২ এর দাম এখনো জানায়নি ওয়ালটন।

 

primo vx

ওয়ালটন প্রিমো ভিএক্স স্মার্টফোনে দেয়া হয়েছে এন্ড্রয়েড ৫.১.১ ললিপপ ওএস, ৫-ইঞ্চি ফুল এইচডি স্ক্রিন, কর্নিং গরিলা গ্লাস ৩ প্রটেকশন, ১.৫ গিগাহার্টজ অক্টাকোর প্রসেসর (৬৪ বিট স্ন্যাপড্রাগন ৬১৫ চিপসেট), এড্রিনো ৪০৫ জিপিইউ, ২জিবি র‍্যাম, ১৬জিবি ইন্টারনাল স্টোরেজ, ৩২জিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ড সাপোর্ট প্রভৃতি।

প্রিমো ভিএক্স স্মার্টফোনে আরও পাবেন ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ২৩০০ এমএএইচ ব্যাটারি, ফোরজি, ডুয়াল সিম সাপোর্ট ইত্যাদি। ফোনটির দাম এখনো জানায়নি ওয়ালটন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,549 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *