এইচটিসি আনলো নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ওয়ান এ৯

HTC-One-A9-Hero-image-FINAL-1

এইচটিসি তাদের নতুন ফ্ল্যাগশিপ এন্ড্রয়েড স্মার্টফোন লঞ্চ করেছে। এইচটিসি ওয়ান এ৯ মডেলের এই সেটটি দেখতে অনেকটা আইফোনের মত। এন্ড্রয়েড ৬.০ মার্সম্যালো চালিত ওয়ান এ৯ ফোনে থাকছে ৫ ইঞ্চি ফুল এইচডি গরিলা গ্লাস ৪ ডিসপ্লে, ৬৪-বিট অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৬১৭ প্রসেসর, অত্যাধুনিক ফিঙ্গারপ্রিন্ট রিডার, ২জিবি র‍্যাম, ১৬/৩২জিবি স্টোরেজ, ২ টেরাবাইট পর্যন্ত মাইক্রোএসডি কার্ড সাপোর্ট, ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, আল্ট্রাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ২১৫০ এমএএইচ ব্যাটারি প্রভৃতি।

htc one a9 2

এইচটিসি ওয়ান এ৯ এর দাম হবে ৩৯৯ ডলার, যা বাজারে আসবে নভেম্বরের শুরুতে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *