এই পেনড্রাইভটি কম্পিউটার নষ্ট করে দিতে পারে মাত্র ২ সেকেন্ডে!

ভাইরাস বা ম্যালওয়্যার যুক্ত পেন ড্রাইভ সাধারণত কী করে? সর্বোচ্চ হলে যে ডিভাইসে একে প্রবেশ করানো হয় সে ডিভাইসের সকল ডেটা নষ্ট করে দেয়। কিন্তু সম্প্রতি রাশিয়ার নিরাপত্তা গবেষকরা এমন এক পেনড্রাইভ তৈরি করেছেন যা ক্ষতি করার দিক থেকে ভিন্নমাত্রায় এগিয়ে

নতুন ঐ পেনড্রাইভের নাম ডার্ক পার্পল (Dark Purple)। সেটি ডিভাইসের হার্ডওয়্যার নষ্ট করে দিতে পারে। সেটাকে আপনি সাইবার অস্ত্রও বলতে পারেন।

ডিভাইসটির ভিতরে এমন একটি সার্কিট তৈরি করা হয়েছে যা “মাইনাস ২২০ ভোল্ট” তৈরি করে। উক্ত চার্জ ডিভাইসের মধ্যে প্রবাহিত করলে ডিভাইসটি অনতিবিলম্বে নষ্ট হয়ে যায়।

তাতে মূলত মাদারবোর্ডটি ক্ষতিগ্রস্ত হয়। শুধু কম্পিউটারই নয়, ইউএসবি ইন্টারফেস যুক্ত যে কোনো ডিভাইসের ক্ষেত্রে ডিভাইসটি ভয়াবহ ক্ষতির কারণ হয়ে উঠতে পারে।

মাদারবোর্ড ঠিক করলে হয়তবা ডিভাইস আবার কাজ করতে পারবে। হার্ডডিস্ক এর ডেটা মুছে যাওয়ার সম্ভাবনা কম। সুতরাং তথ্য ও ফাইলগুলো ফিরে পাওয়া সম্ভব হবে।

সুতরাং অপরিচিত পেনড্রাইভ বা ইউএসবি ডিভাইস আপনার কম্পিউটারে ও অন্যান্য ইউএসবিযুক্ত যন্ত্রে সংযুক্ত করার ক্ষেত্রে সাবধান হোন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,549 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *