টেক জায়ান্ট অ্যাপল তাদের ২০১৫ রেঞ্জের নতুন আইম্যাক ডেস্কটপ কম্পিউটার ঘোষণা করেছে। ২১.৫ ইঞ্চি মনিটরের আইম্যাকে থাকছে ফোর’কে স্ক্রিন, যার রেজ্যুলেসন হবে ৪০৯৬ x ২৩০৪ পিক্সেল, যা কিনা এর পূর্ববর্তী আইম্যাকের তুলনায় চার গুণ। এছাড়া নতুন ডিসপ্লেতে রঙ প্রদর্শনের ক্ষেত্রেও ২৫ শতাংশ উন্নয়ন এসেছে বলে জানিয়েছে অ্যাপল।
এদিকে ২৭ ইঞ্চি মনিটর বিশিষ্ট আইম্যাকে থাকছে আরও চমক। এতে আপনি পাবেন ফাইভ’কে রেজ্যুলেশনের (৫১২০ x ২৮৮০পি) স্ক্রিন। যদিও এই মানের স্ক্রিনের পুরোপুরি সামর্থ্য কাজে লাগানোর মত কনটেন্ট বর্তমানে বেশ কমই আছে।
তবে আইফোন ৬এস দ্বারা ৪কে ভিডিও রেকর্ড করে সেগুলো দেখার জন্য নতুন আইম্যাক খুব কাজে দেবে।
২১.৫ ইঞ্চি আইম্যাকে রয়েছে পঞ্চম প্রজন্মের ইনটেল কোর প্রসেসর। ২৭ ইঞ্চি আইম্যাকে পাবেন ষষ্ঠ জেনারেশনের ইনটেল কোর প্রসেসর। উভয় কম্পিউটারে সর্বোচ্চ পাবেন ৪.০ গিগাহার্টজ কোয়াড-কোর আই৭ প্রসেসর ও গ্রাফিক্সের জন্য ৪জিবি পর্যন্ত জিডিডিআর৫ মেমোরি। আইম্যাকের মেমোরির স্পিড হবে ১৮৬৭ মেগাহার্টজ। এতে র্যাম থাকবে ৮জিবি, তবে ব্যবহারকারী চাইলে ১৬জিবি (২১.৫ ইঞ্চি) বা ৩২জিবি (২৭ ইঞ্চি) পর্যন্ত বাড়ানো যাবে। সর্বনিম্ন স্টোরেজ ১ টেরাবাইট। টার্বো বুস্টের মাধ্যমে পারফরমেন্স বাড়ানোর সুবিধাও থাকছে। আইম্যাক দুটিতেই অপারেটিং সিস্টেম থাকবে ওএস এক্স এল ক্যাপিটান।
রেটিনা ৪কে ডিসপ্লে যুক্ত ২১.৫ ইঞ্চি স্ক্রিনের আইম্যাকের দাম শুরু হবে ১৪৯৯ ডলার থেকে। আর ২৭ ইঞ্চি ডিসপ্লের ৫কে স্ক্রিনযুক্ত আইম্যাকের দাম শুরু হবে ১৭৯৯ ডলার থেকে।
নতুন আইম্যাকের সম্পূর্ণ স্পেসিফিকেশন অ্যাপলের এই অফিশিয়াল পেইজে দেখুন।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।