এন্ড্রয়েড ফোন আনছে পেপসি?

pepsi logo

কোমল পানীয় নির্মাতা কোম্পানি পেপসি (পেপসিকো/PepsiCo) ব্র্যান্ড নিউ এন্ড্রয়েড স্মার্টফোন নির্মাণ করছে বলে বিভিন্ন প্রযুক্তি সংবাদমাধ্যমে খবর বেরিয়েছে। প্রাপ্ত সূত্রগুলো জানাচ্ছে, পেপসি কর্তৃক নির্মিত এই স্মার্টফোনের নাম হবে পেপসি পি১, যাতে থাকবে ৫.৫ ইঞ্চি ১০৮০পি স্ক্রিন, ১৬জিবি ইন্টারনাল স্টোরেজ, ২জিবি র‍্যাম, ১.৭ গিগাহার্টজ প্রসেসর, ৩০০০ এমএএইচ ব্যাটারি, ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, এন্ড্রয়েড ৫.১ ওএস প্রভৃতি। ফোনটি যদি বাজারে আসে, তবে এর দাম হতে পারে মাত্র ২০০ ডলার।

Pepsi_p1_leak.0

চীনা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ওয়েইবু’তে ফাঁস হওয়া এক ছবিতে পেপসি পি ওয়ান ফোনের ছবি ও স্পেসিফিকেশন দেখা যায়। ফোনটি সম্পর্কে ২০ অক্টোবর বা তার পরে অফিশিয়াল ঘোষণা আসতে পারে।

যদি তা’ই হয়, তাহলে কোকাকোলাও কি পিছিয়ে থাকবে? তবে কি কোকাকোলাও স্মার্টফোন লড়াইয়ে যোগ দিতে নতুন ফোন উন্মোচন করবে?

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,550 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *