আপনি কি চাঁদে মানুষের অবতরণের ছবি দেখেছেন? সম্প্রতি ফ্লিকারে কেউ একজন (অথবা একাধিক ব্যক্তি) চাঁদে অ্যাপোলো মিশনের প্রতিটি ছবি আপলোড করেছেন যাতে ১৩ হাজারের বেশি ফটো রয়েছে।
প্রোজেক্ট অ্যাপোলো আর্কাইভস নামক ঐ ফ্লিকার প্রোফাইলে যেসব হাই রেজুলেসন ছবি দেয়া হয়েছে তাতে চাঁদে মানুষের প্রতিটি মিশনের ছবি আছে। ছবিগুলো এতটাই প্রাণবন্ত যে দেখলে মনে হয় যেন চাঁদ থেকে ঘুরে আসছি। আমরা এখানে বেশ কিছু ছবি দিলাম। আপনি চাইলে প্রতিটি মিশনের ছবি দেখতে পারেন ফ্লিকারে গিয়ে।
অ্যাপোলো ১৭ঃ লুনার যানে ড্রাইভিং করা আসলেই অনেক মজা।
অ্যাপোলো ১৭ঃ এমনকি নভোচারীদেরও সেভ করার দরকার হয়।
অ্যাপোলো ১৭ঃ কমান্ডার ইউজিন কারনান, বামে, সাথে আছেন লুনার মডিউল পাইলট হ্যারিসন স্মিথ।
অ্যাপোলো ১৭ঃ চাঁদে উল্কার আঘাতে সৃষ্ট পাহাড়।
অ্যাপোলো ১৭ঃ চাঁদে কিছু কিছু পাথর আসলেই অনেক বড়।
অ্যাপোলো ১৭ঃ নভোচারীদের কিছু পদচিহ্ন যা উল্কার আঘাত অথবা সৌর বায়ুর প্রভাবে ধীরে ধীরে মুছে যাবে তবে এজন্য হাজার বছর লেগে যেতে পারে।
অ্যাপোলো ১৭ঃ নভোচারীদেরও খেতে হয়।
অ্যাপোলো ১৭ঃ সূর্যোদয়ের অপূর্ব দৃশ্য।
অ্যাপোলো ১৬ঃ মহাকাশে গবেষণা চলছে।
অ্যাপোলো ১৬ঃ চন্দ্রপৃষ্ঠে একটি পারিবারিক ছবি।
অ্যাপোলো ১৫ঃ লুনার রোভার নিয়ে একটু ঘুরে আসা যাক।
অ্যাপোলো ১৫ঃ চাঁদ থেকে পৃথিবী।
অ্যাপোলো ১৪ঃ চাঁদের পাথর।
অ্যাপোলো ১৩ঃ ক্ষতিগ্রস্ত অ্যাপোলো ১৩ সার্ভিস মডিউল এর ছবি যা কিনা অক্সিজেন ট্যাঙ্ক বিস্ফোরণের পর ক্ষতিগ্রস্ত হয়। এ ছবিটি কমান্ড মডিউল থেকে তোলা।
অ্যাপোলো ১২ঃ চাঁদ থেকে দেখা যাচ্ছে পৃথিবীর এক কোণা।
অ্যাপোলো ১২ঃ আমেরিকান পতাকা যা নড়াচড়াহীন ভাবে দাঁড়িয়ে আছে কেননা এখানে কোন বায়ুমন্ডল, বাতাস এসব কিছুই নেই।
👉 যদি সূর্য হারিয়ে যায় তখন কী হবে?
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।