চাঁদে মানুষের অভিযানের সকল ছবি দেখে নিন!

moon rocks

আপনি কি চাঁদে মানুষের অবতরণের ছবি দেখেছেন? সম্প্রতি ফ্লিকারে কেউ একজন (অথবা একাধিক ব্যক্তি) চাঁদে অ্যাপোলো মিশনের প্রতিটি ছবি আপলোড করেছেন যাতে ১৩ হাজারের বেশি ফটো রয়েছে।

প্রোজেক্ট অ্যাপোলো আর্কাইভস নামক ঐ ফ্লিকার প্রোফাইলে যেসব হাই রেজুলেসন ছবি দেয়া হয়েছে তাতে চাঁদে মানুষের প্রতিটি মিশনের ছবি আছে। ছবিগুলো এতটাই প্রাণবন্ত যে দেখলে মনে হয় যেন চাঁদ থেকে ঘুরে আসছি। আমরা এখানে বেশ কিছু ছবি দিলাম। আপনি চাইলে প্রতিটি মিশনের ছবি দেখতে পারেন ফ্লিকারে গিয়ে।

অ্যাপোলো ১৭ঃ লুনার যানে ড্রাইভিং করা আসলেই অনেক মজা।

apolo i 1

অ্যাপোলো ১৭ঃ এমনকি নভোচারীদেরও সেভ করার দরকার হয়।

moon shave

অ্যাপোলো ১৭ঃ কমান্ডার ইউজিন কারনান, বামে, সাথে আছেন লুনার মডিউল পাইলট হ্যারিসন স্মিথ।

moon selfie

অ্যাপোলো ১৭ঃ চাঁদে উল্কার আঘাতে সৃষ্ট পাহাড়।

moon hills

অ্যাপোলো ১৭ঃ চাঁদে কিছু কিছু পাথর আসলেই অনেক বড়।

big moon rocks

অ্যাপোলো ১৭ঃ নভোচারীদের কিছু পদচিহ্ন যা উল্কার আঘাত অথবা সৌর বায়ুর প্রভাবে ধীরে ধীরে মুছে যাবে তবে এজন্য হাজার বছর লেগে যেতে পারে।

moon footprint

অ্যাপোলো ১৭ঃ নভোচারীদেরও খেতে হয়।

astronauts eat

অ্যাপোলো ১৭ঃ সূর্যোদয়ের অপূর্ব দৃশ্য।

sunrise on space

অ্যাপোলো ১৬ঃ মহাকাশে গবেষণা চলছে।

moon experiments

অ্যাপোলো ১৬ঃ চন্দ্রপৃষ্ঠে একটি পারিবারিক ছবি।

moon family photo

অ্যাপোলো ১৫ঃ লুনার রোভার নিয়ে একটু ঘুরে আসা যাক।

lunar vehicle

অ্যাপোলো ১৫ঃ চাঁদ থেকে পৃথিবী।

earth from sun

অ্যাপোলো ১৪ঃ চাঁদের পাথর।

moon rocks

অ্যাপোলো ১৩ঃ ক্ষতিগ্রস্ত অ্যাপোলো ১৩ সার্ভিস মডিউল এর ছবি যা কিনা অক্সিজেন ট্যাঙ্ক বিস্ফোরণের পর ক্ষতিগ্রস্ত হয়। এ ছবিটি কমান্ড মডিউল থেকে তোলা।

damaged apolo 13

অ্যাপোলো ১২ঃ চাঁদ থেকে দেখা যাচ্ছে পৃথিবীর এক কোণা।

earth from moon

অ্যাপোলো ১২ঃ আমেরিকান পতাকা যা নড়াচড়াহীন ভাবে দাঁড়িয়ে আছে কেননা এখানে কোন বায়ুমন্ডল, বাতাস এসব কিছুই নেই।

amercian flag on moon

👉 যদি সূর্য হারিয়ে যায় তখন কী হবে?

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *