অনেক সময় এমন দুর্গম স্থানে যাওয়া দরকার পড়ে যেখানে হয়ত নিকট অতীতে কেউ যায়নি। অর্থাৎ জায়গাটিতে যাওয়ার জন্য কোন পথ ধরে গেলে ভাল হবে তা আগে থেকে পরিকল্পিত নয় । যেমন ধরুন আপনি পাহাড়ি পথ ধরে যাবেন কিন্তু কোন স্থান বেশি উঁচু-নিচু, কোন পথ সমান তা জানেন না। ভাবছেন আগে যদি কেউ যেত তার কাছ থেকে অপেক্ষাকৃত সমতল বা সুবিধাজনক পথটি জেনে নিতেন।
সম্প্রতি অটোনোমাস সিস্টেমস ল্যাব নামক একটি কোম্পানি এমন এক ড্রোন তৈরি করেছে যা আকাশে উড়ে উড়ে আপনার জন্য সুবিধাজনক রাস্তার ডিজাইন করবে।
https://youtu.be/9PprNdIKRaw
অটোনোমাস ল্যাব মুলত একটি ড্রোন এবং একটি কুকুর আকৃতির রোবট তৈরি করেছে যেখানে ড্রোনটি আগে গিয়ে কুকুর রোবটটির জন্য রাস্তার ছবি তুলবে এবং সেই দুর্গম রাস্তা থেকে কুকুরটির জন্য চলা সম্ভব এমন পথের ডিজাইন করবে। এরপর কুকুরটি সেই তৈরিকৃত পথে চলবে। আকাশে অবস্থানকারী ড্রোনটি প্রতিনিয়ত সেই ডিজাইন আপডেট করে কুকুরটির কাছে পাঠাবে ফলে যদি কোনোপ্রকার বাধা এসে যায় যেমন হঠাৎ করে রাস্তায় পাহার ভেঙ্গে পড়ল তবে কুকুরটির পথ চলতে যেন সমস্যা না হয়।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।