ফ্যানপেজে “লাইক” বাটনের পাশাপাশি “ফলো” বাটন জুড়ে দেয়ার চিন্তাভাবনা করছে ফেসবুক কর্তৃপক্ষ। বর্তমানে এটি পরীক্ষামূলক পর্যায়ে আছে। ফিচারটি চূড়ান্তরূপে চালু হলে ইউজাররা কোন ফ্যানপেজ “লাইক” করার পাশাপাশি “ফলো” করার অপশনও পাবেন। তখন এমন হতে পারে যে, আপনি একটি পেজে লাইক দেয়ার পরেও নিউজফিডে এর পোস্টগুলো দেখতে চাইলে পেজটিকে ফলো করার দরকার হবে! অবশ্য, প্রথমবার লাইক দেয়ার সাথে সাথে এমনিতেই ফলো করা হয়ে যাবে। পরবর্তীতে আপনি চাইলে পেজটি আনফলো করতে পারবেন।
ফেসবুকের এই সম্ভাব্য নতুন কমিউনিটি স্ট্র্যাটেজির সুবিধা-অসুবিধা দুই-ই থাকবে। সাধারণত যেটা দেখা যায়, কোন ফ্যানপেজের কনটেন্ট পছন্দ হলে আমরা তাতে “লাইক” দিই- যাতে নিয়মিত এর পোস্টগুলো নিজেদের নিউজফিডে পেতে পারি। কিন্তু ফলো বাটন এলে এই সুবিধাটি বিলুপ্ত হয়ে যেতে পারে। তখন ফ্যানপেজের আপডেটগুলো ফেসবুক হোমে পেতে চাইলে ‘লাইক’ দেয়ার পর ‘ফলো’ও করতে হবে।
আবার অন্যের ‘মন রক্ষার্থে’ তাদের পেজ লাইক দিয়ে তাতে আনফলো করে রাখলে অপেক্ষাকৃত ‘কম পছন্দের’ কনটেন্টের হাত থেকেও রেহাই মিলবে।
আপনার কী মনে হয়? একই পেজে দুইবার “লাইক (লাইক+ফলো)” দেয়ার নিয়মটা কি বিভ্রান্তিকর ও অসুবিধাজনক হতে পারে?
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।